শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতিতে বল করতে পারায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : অনেক আগ থেকেই গতিময় পেস বোলারের অভাব বাংলাদেশের। তবে এবারের বিপিএলে সে অভাব কিছুটা ঘুচিয়েছেন হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের হয়ে গতির আগুন ঝরিয়েছেন এ তরুণ তুর্কি। যার ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন হাসান। একাদশে জায়গা না পেলেও ছিলেন নির্বাচকদের রাডারে। এবার প্রথমবারের মতো টেস্ট দলেও ঠাঁই হয়েছে এই তরুণের।

হাসানকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, জোরে বল করা পেসারের অভাব পূরণ করতেই নেয়া হয়েছে তরুণ হাসানকে।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৬ জনের টেস্ট দলে পেসার আছেন পাঁচজন। তার একজন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান। বিপিএলে ১৪০ কিলোমিটার গতিতে বল করে নজরে আসেন ২০ বছরের তরুণ। উইকেট থেকে বাউন্স আদায় করা, বল ভেতরে ঢোকানোর মুন্সিয়ানাও দেখিয়েছিলেন তিনি।

মিনহাজুল জানালেন, দল গঠনে প্রক্রিয়ার অংশ হিসেবেই রাখা হয়েছে হাসানকে। ওকে যখন আমরা একবছর আগে এইচপি স্কোয়াডে নিয়েছিলাম তখনই কিন্তু পরিকল্পনা ছিল, যত জোরে বল করতে পারে এমন কাউকে নিবো। সেক্ষেত্রে আমাদের জোরে বল করা বোলারের অভাব ছিল, যেটা ১৪০ এর কাছাকাছি ধারাবাহিক বল করতে পারে। সে হিসাবে ওর মধ্যে আমরা এই মেধা দেখেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়