শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার দুই মেয়রকে দায়িত্ব নিতে অপেক্ষা করতে হবে আরও সাড়ে তিন মাস

তিমির চক্রবর্ত্তী : সদ্য নির্বাচিত ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে ২৭ ফেব্রুয়ারি শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ঐ দিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে শপথ গ্রহনের পরও দায়িত্ব নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে দুই মেয়রকে। সূত্র : সংবাদ

জানা যায়, দক্ষিণ সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৬ মে। আর ঢাকা উত্তর সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছরের ১৩ মে। সেই হিসেবে উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ১৪ মে আর দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে পারবেন। এই পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান মেয়র।

আর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের উপ-ধারা (১) এর দফা (খ) অনুযায়ি কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী।

সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ সম্পর্কে ধারা ৬ এ বলা হয়েছে, করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে, এবং পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হইবার পর প্রথম সভা না হওয়া পর্যন্ত পূর্ববর্তী মেয়র দায়িত্ব পালন করিয়া যাইবে।

এতো আগে নির্বাচন দেয়া প্রসঙ্গে ইসির সচিব বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ি মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী একশত আশি দিনের (১৮০ দিন) মধ্যে নির্বাচন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকত রয়েছে। ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করে। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই ২৩ দিনের মাথায় শপথ গ্রহন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়