শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিবি থেকে উত্তোলন করা পেঁয়াজ কালোবাজারে বিক্রিকালে আটক দুই

সুজন কৈরী : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম থেকে ন্যায্য মুল্যে বিক্রির জন্য উত্তোলন করা পেঁয়াজ মজুদ ও কালোবাজারির মাধ্যমে বিক্রির সময় দুই জনকে আটক করেছে র‌্যাব-২। দেড় হাজার কেজি পেঁয়াজ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- আসাদুজ্জামান (৫৬) ও হুমায়ুন কবির (৪৮)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ১৩ জানুয়ারি আগারগাঁওয়ের তালতলা এলাকার মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ সবিচলায়ের সামনে টিসিবি নির্ধারিত পয়েন্টে খোলা বাজারে ন্যায্য মূলে বিক্রির জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয়। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আসাদ ও সহযোগীরা নির্ধারিত স্থানে বিক্রি না করে মজুদ করে। র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ও তদারকির ফলে মজুদদার ও কালোবাজারি চক্রটি পেঁয়াজগুলো বিক্রির সুযোগ পাচ্ছিল না।

একপর্যায়ে জানা যায়, ওই পেঁয়াজ নিয়ে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৮৫৭০) কারওয়ান বাজার পেঁয়াজের পাইকারী আড়তের সামনে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এরপর বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের সিটি কর্পোরেশন পাকা মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৬ বস্তায় থাকা ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়