শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিবি থেকে উত্তোলন করা পেঁয়াজ কালোবাজারে বিক্রিকালে আটক দুই

সুজন কৈরী : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম থেকে ন্যায্য মুল্যে বিক্রির জন্য উত্তোলন করা পেঁয়াজ মজুদ ও কালোবাজারির মাধ্যমে বিক্রির সময় দুই জনকে আটক করেছে র‌্যাব-২। দেড় হাজার কেজি পেঁয়াজ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- আসাদুজ্জামান (৫৬) ও হুমায়ুন কবির (৪৮)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ১৩ জানুয়ারি আগারগাঁওয়ের তালতলা এলাকার মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ সবিচলায়ের সামনে টিসিবি নির্ধারিত পয়েন্টে খোলা বাজারে ন্যায্য মূলে বিক্রির জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয়। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আসাদ ও সহযোগীরা নির্ধারিত স্থানে বিক্রি না করে মজুদ করে। র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ও তদারকির ফলে মজুদদার ও কালোবাজারি চক্রটি পেঁয়াজগুলো বিক্রির সুযোগ পাচ্ছিল না।

একপর্যায়ে জানা যায়, ওই পেঁয়াজ নিয়ে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৮৫৭০) কারওয়ান বাজার পেঁয়াজের পাইকারী আড়তের সামনে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এরপর বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের সিটি কর্পোরেশন পাকা মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৬ বস্তায় থাকা ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়