শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিবি থেকে উত্তোলন করা পেঁয়াজ কালোবাজারে বিক্রিকালে আটক দুই

সুজন কৈরী : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম থেকে ন্যায্য মুল্যে বিক্রির জন্য উত্তোলন করা পেঁয়াজ মজুদ ও কালোবাজারির মাধ্যমে বিক্রির সময় দুই জনকে আটক করেছে র‌্যাব-২। দেড় হাজার কেজি পেঁয়াজ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- আসাদুজ্জামান (৫৬) ও হুমায়ুন কবির (৪৮)।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ১৩ জানুয়ারি আগারগাঁওয়ের তালতলা এলাকার মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ সবিচলায়ের সামনে টিসিবি নির্ধারিত পয়েন্টে খোলা বাজারে ন্যায্য মূলে বিক্রির জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয়। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আসাদ ও সহযোগীরা নির্ধারিত স্থানে বিক্রি না করে মজুদ করে। র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ও তদারকির ফলে মজুদদার ও কালোবাজারি চক্রটি পেঁয়াজগুলো বিক্রির সুযোগ পাচ্ছিল না।

একপর্যায়ে জানা যায়, ওই পেঁয়াজ নিয়ে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৮৫৭০) কারওয়ান বাজার পেঁয়াজের পাইকারী আড়তের সামনে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এরপর বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের সিটি কর্পোরেশন পাকা মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৬ বস্তায় থাকা ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়