শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার দিনগুলো ভালো-খারাপ মিলিয়ে যাচ্ছে, এই বয়সে এমনটা হওয়াই স্বাভাবিক, বললেন পেলে

স্পোর্টস ডেস্ক : দিন কয়েক আগে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ছেলে এদিনহো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘ রোগ-ভোগে হতাশ পড়েছেন তার বাবা। এমনটি তিনি দাঁড়াতেও পারছেন না। নিজেকে নিয়ে এমন খবর উড়িয়ে দিলেন তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার। ভালো আছেন বলে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি।

গত সোমবার ব্রাজিলের গ্লোবোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এদিনহো জানিয়েছিলেন, তার বাবা এতটাই অসুস্থ যে, একেবারে ভেঙে পড়েছেন তিনি। তার কোমরের সমস্যাটা এখনো সাড়েনি। এতে হতাশ হয়ে পড়েছেন। সারাক্ষণ বাড়ির ভেতর নিভৃতে থাকেন।

কিন্তু অসুস্থ হলেও এতটা নন বলে জানিয়েছেন অক্টোবরে ৮০ বছরে পা দিতে যাওয়া পেলে। এক বিবৃতিতে তিনি লিখেছেন- আমি ভালো আছি।... আমার দিনগুলো ভালো-খারাপ মিলিয়ে যাচ্ছে। আমার বয়সে এমনটা স্বাভাবিক। আমি ভীত নই। আমি যা করি, তাতে আমি দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী থাকি।

বেশ কয়েক বছর ধরে কোমরের সমস্যায় ভুগছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, অন্যের সহায়তা লাগে। সাম্প্রতিক সময়ে তিনি যে কয়বার জনসমক্ষে এসেছেন হুইলচেয়ারেই বসা ছিলেন।

পেলের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, গেল জানুয়ারি মাসে খুব ব্যস্ত সময় পার করেছেন তিনি। এই সময়ে বিভিন্ন ফটোশুটে অংশ নিয়েছেন পেলে। অংশ নিয়েছেন বিভিন্ন বিজ্ঞাপনী কার্যক্রমে। তার ফুটবল ক্যারিয়ার নিয়ে নির্মিতব্য ডকুমেন্টারিতেও অংশ নিয়েছেন।
আমার সব সময়কার ব্যস্ত সূচিতে থাকা প্রতিশ্রুতিগুলো আমি পরিহার করতে পারি না। বিবৃতিতে বলেন পেলে।

পেলেকে গ্রহের অন্যতম সেরা ফুটবল তারকা হিসেবে ভাবা হয়ে থাকে পেলেকে। খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের হয়ে তিনবার জিতেছেন বিশ্বকাপ। এবারের গ্রীষ্মে ১৯৭০ সালে মেক্সিকোকে হারিয়ে ব্রাজিলের হয়ে পেলের তৃতীয় বিশ্বকাপ জেতার পঞ্চাশ বছর পূর্ণ হবে।

সত্তরের দশকে নিউ ইয়র্ক কসমসে পাড়ি জমানোর আগে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটান ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩টি ম্যাচে গোল করেছেন ১২৮১টি! এর মধ্যে ব্রাজিলের হয়ে গোল ৯১ ম্যাচে ৭৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়