আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে স্বপ্নীল পরিবহনের ধাক্কায় আব্দুস সাত্তার মল্লিক (৫৯) নামের এক সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে কালিগঞ্জ কলেজ মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের বাঁশঝাঁড়িয়া গ্রামের মৃত মাদার আলী মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, এক ছেলে ও দুই মেয়ের জনক সাত্তার মল্লিক দুপুরে কলেজ মোড় থেকে মোসলেমের হাটখোলায় পৌছাতেই ঢাকা থেকে আসা স্বপ্নীল পরিবহনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং মাথায় আঘাত লেগে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা ঘাতক গাড়ীটি আটক রাখলেও ড্রাইভারসহ এর স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ী নিহতের লাশটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল ডাক্তার মোয়াজ আবরার জানান, ঘটনাস্থলেই তার মৃত্য হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হুসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা : রাকিবুল