শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই মেলায় পাওয়া যাচ্ছে আনিসুর রহমান নান্টুর “অভিনয় ও অভিনেতা” বইটি

শাহনাজ বেগম : নবীন এবং উদীয়মান নাট্যকর্মীদের জন্য অভিনয় শিক্ষণ সহজ পাঠ বিষয়ক “অভিনয় ও অভিনেতা” প্রকাশ করেছেন নাট্যনির্দেশক ও লেখক আনিসুর রহমান নান্টু। ছায়াবীথি প্রকাশনী থেকে অমর একুশের বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক আনিসুর রহমান নান্টু বলেন, “অভিনয়কে সাবলীল এবং প্রাঞ্জল করে তুলতে হলে অভিনেতাকে অভিনয় সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হয়। অভিনয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতি সম্পর্কে ভাবতে হয়। এই ভাবনা বিকাশের জন্য প্রয়োজন ভিতর বাইরের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ। আজকে টেলিভিশন বা মঞ্চে বেশ কিছু ভাল নাটক হচ্ছে। তরুণরা অভিনয় বেশ ভালোই করছে। তবে তাদের আরো উন্নতির জায়গা আছে। পান্ডুলিপি থেকে নাটক মঞ্চায়ন পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় প্রয়োজনীয় অনেক কথা আছে এই বইয়ে। অভিনয় করার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য সে নিয়েও বিশদভাবে বলা হয়েছে। কোন বিষয়ে পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন তা ছবিসহ বিস্তারিত আলোচনা করেছি। এসব নিয়েই আমার অভিনয় ও অভিনেতা।”

আনিসুর রহমান নান্টু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা) এর আহবায়ক এবং প্রাক্তন সভাপতি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মাদারীপুর জেলা সংদের প্রাক্তন সাধারণ সম্পাদক। তার লেখা বেশ কিছু নাটক নাট্যমঞ্চে অভিনীত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার আন্দোলনের পটভূমিকায় রচিত পথনাটক “ওলট পালট” দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বাধিক প্রদর্শিত হয়েছে। নাট্যাভিনেতা হিসাবে তিনি বেতার ও মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। পেশায় তিনি বৈদেশিক সাহায্যপুষ্ট একটি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ উপদেষ্টা।

অভিনয় ও অভিনেতা বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির প্রচ্ছদ একেছেন চারু সাইফুল। অমর একুশের বইমেলায় ছায়াবীথি প্রকাশনীতে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২৮০-২৮২) বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া পাওয়া যাবে ই-কমার্স সাইট রকমারীডটকম সহ দেশের সকল প্রধান বই ঘরগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়