শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই মেলায় পাওয়া যাচ্ছে আনিসুর রহমান নান্টুর “অভিনয় ও অভিনেতা” বইটি

শাহনাজ বেগম : নবীন এবং উদীয়মান নাট্যকর্মীদের জন্য অভিনয় শিক্ষণ সহজ পাঠ বিষয়ক “অভিনয় ও অভিনেতা” প্রকাশ করেছেন নাট্যনির্দেশক ও লেখক আনিসুর রহমান নান্টু। ছায়াবীথি প্রকাশনী থেকে অমর একুশের বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক আনিসুর রহমান নান্টু বলেন, “অভিনয়কে সাবলীল এবং প্রাঞ্জল করে তুলতে হলে অভিনেতাকে অভিনয় সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হয়। অভিনয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতি সম্পর্কে ভাবতে হয়। এই ভাবনা বিকাশের জন্য প্রয়োজন ভিতর বাইরের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ। আজকে টেলিভিশন বা মঞ্চে বেশ কিছু ভাল নাটক হচ্ছে। তরুণরা অভিনয় বেশ ভালোই করছে। তবে তাদের আরো উন্নতির জায়গা আছে। পান্ডুলিপি থেকে নাটক মঞ্চায়ন পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় প্রয়োজনীয় অনেক কথা আছে এই বইয়ে। অভিনয় করার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য সে নিয়েও বিশদভাবে বলা হয়েছে। কোন বিষয়ে পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন তা ছবিসহ বিস্তারিত আলোচনা করেছি। এসব নিয়েই আমার অভিনয় ও অভিনেতা।”

আনিসুর রহমান নান্টু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা) এর আহবায়ক এবং প্রাক্তন সভাপতি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মাদারীপুর জেলা সংদের প্রাক্তন সাধারণ সম্পাদক। তার লেখা বেশ কিছু নাটক নাট্যমঞ্চে অভিনীত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার আন্দোলনের পটভূমিকায় রচিত পথনাটক “ওলট পালট” দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বাধিক প্রদর্শিত হয়েছে। নাট্যাভিনেতা হিসাবে তিনি বেতার ও মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। পেশায় তিনি বৈদেশিক সাহায্যপুষ্ট একটি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ উপদেষ্টা।

অভিনয় ও অভিনেতা বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির প্রচ্ছদ একেছেন চারু সাইফুল। অমর একুশের বইমেলায় ছায়াবীথি প্রকাশনীতে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২৮০-২৮২) বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া পাওয়া যাবে ই-কমার্স সাইট রকমারীডটকম সহ দেশের সকল প্রধান বই ঘরগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়