শিউলী আক্তার : ২] প্রথমবারের মতো আকবর আলীর হাত ধরে আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপার ট্রফি নিয়ে আজ বিকালে দেশে ফিরবেন জুনিয়র টাইগাররা। জুনিয়র টাইগারদের বরণ করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি শুরু করেছে। তবে ক্রিকেট বোর্ডের প্রধান ফটকের মূল ব্যানারেই নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি।
৩] মঙ্গলবার সকালে বিসিবির প্রধানে ফটকের বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ব্যানার তোলে বিসিবি। কিন্তু এই ব্যানারে স্থান পায়নি বিশ্বকাপ চলাকালীন সময়ে বোন হারানোর কষ্ট বুকে চেপে রেখেই বিশ্বজয় করা অধিনায়ক আকবর আলীর ছবি। ৪] পরে অবশ্য পাশে ছোট ব্যানার লাগানো হয়। সেখানে আকবরকে ফোকাস করেই ব্যানার লাগানো হয়। কিন্তু প্রধান ব্যানারে আকবরের ছবি না থাকার বিষয়টি সমর্থকদের জন্য দুঃখজনকই।