মহসীন কবির : সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালি আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রীনা ফ্লোরা। চ্যানেল২৪
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৮৪ জনকে এয়ারপোর্টে স্ক্রিনিং করা হয়েছে। কারো মধ্যে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।
এদিকে রংপুর মেডিকেলে ভর্তি চীন ফেরত দ্বিতীয় শিক্ষার্থীকে ঢাকার কুর্মিটোলায় পাঠিয়েছে মেডিকেল বোর্ড। তবে এখনও তার মধ্যে করোনায় আক্রান্তের লক্ষণ দেখা যায়নি। এর আগে করোনাভাইরাস সন্দেহে রংপুর মেডিকেলে ভর্তি হন চীন ফেরত আরেক শিক্ষার্থী। সিঙ্গাপুরে এক বাংলাদেশি নির্মান শ্রমিক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।