সুজন কৈরী : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় শুক্রবার রাতে ওই ১২ জেলেদের আটক করে মোংলা কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। শনিবার বিকেলে মোংলা থানায় আটকদের হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, মোংলা কোস্টগার্ড বাহিনীর পশ্চিম জোনে নিয়মিত টহল দেয়ার সময় বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলারসহ জেলেদের বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে দেখতে পায়। পরে তাদের ধাওয়া করলে অন্য জেলেরা পালিয়ে গেলেও একটি ট্রলারসহ ১২জন জেলেকে আটক করে।