শিরোনাম
◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?  

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলম্বিয়াকে হারিয়ে টোকিও অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা, অপেক্ষায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের টোকিও তে শুরু হওয়া অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে মূলপর্বে উঠলো কাতালান ক্লাবটি। অন্যদিকে মূল পর্বে যেতে কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে গত আসরে এই ইভেন্টে স্বর্ণজয়ী ব্রাজিল।

লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া।

এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। ওই ম্যাচ জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।

স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে পুরুষদের ফুটবল ইভেন্ট। কনমেবল থেকে দুটি দল পাবে খেলার সুযোগ। আর্জেন্টিনা নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি এক টিকেটের জন্য ব্রাজিল ছাড়াও লড়বে ১ করে পয়েন্ট নিয়ে নিচের দিকে থাকা দুই দল উরুগুয়ে ও কলম্বিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়