দেবদুলাল মুন্না: এটির তার ২২তম একক প্রদর্শনী । জাতীয় জাদুঘরে এই প্রদর্শনী চলবে। শনি সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এটি চলবে।
নাজিয়া আন্দালিব প্রিমা এই প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘প্রদর্শনীতে চিত্রাঙ্কন, ইনস্টলেশন, পাঠ্য ও পারফরম্যান্সের সমন্বয় রয়েছে, যা আমার নিজস্ব অস্তিত্বের স্বাধীনতাকে উপস্থাপন করে।’
নাজিয়া আন্দালিব প্রিমা বরাবরই তাঁর ক্যানভাসে গতানুগতিক কিংবা ডিজিটাল মাধ্যমে নারী প্রতিনিধিত্বকে রূপক অর্থে প্রকাশ করে যাচ্ছেন। তিনি ২০১৯ সালে লা বিয়েনেল দা ভেনেজিয়াতে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেন। দেশ ও বিদেশে বিভিন্ন পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়েছে।