মনজুর অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : ব্যাংক জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে র্যাব ১১। এসময় ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি চাপাতি, ১ টি চাকু, ১ টি রঙ্গিন প্রিন্টার উদ্ধার করেন।
জালিয়াতির কাজে বিভিন্ন ব্যাংকের নামে ব্যবহৃত ভূয়া সীল ২৪ টি, ব্যাংকের নকল লেনদের ভাউচার ১৬ টি, ২৮ টি বিভিন্ন ব্যাংকের নকল এক্সপেস মানি রিসিপট ভাউচার, ব্যাংকের পেমেন্ট স্লিপ ২ পাতা, ১১ জনের ভুয়া এনআইডি এবং ভুয়া এনআইডি তৈরীর ১৬ টি ছবি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন,ইদ্রিস মিয়া (৪৪), ইউপি সদস্য মমিনুল ইসলাম (৪৬),আবু বক্কর সালাফী (৪৩), রুবেল (২৪)। বৃহস্পতিবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জে র্যাব ১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব ১১’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম (বার) এ তথ্য জানান।
গোপনতথ্যের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ব্যাংক জালিয়াতি চক্র। তারা এক ভারতীয় সফ্টওয়ার ইঞ্জিনিয়ার বশু নামে এক তার কাছ থেকে ব্যাংকের টাকা জালিয়াতির মাধ্যমে আত্নসাৎ করার বিভিন্ন অভিনব কৌশল শিখে।
ওই বশু দীর্ঘদিন ধরে এটিএম বুথ হ্যাক করে টাকা উত্তোলন ও রেমিটেন্স জালিয়াতির সাথে জড়িত ছিল। নির্বাচিত ব্যাংক এ প্রথমে বৈধভাবে তার পরিচিত লোক বিদেশ থেকে রেমিটে›েসর মাধ্যমে তার নামে অল্প পরিমাণ টাকা পাঠায়।
সেই টাকা উত্তোলনের জন্য তাকে একটি গোপন পিন ন¤¦র দেয়া হয়। উক্ত গোপন পিন নাম্বার নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের একটি ভাউচার তৈরি করে। নতুন রেমিটেন্স নাম্বার বসিয়ে ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর এবং বিভিন্ন এনআইডি’র স্বাক্ষর নকল পূর্বক গলাকাটা এনআইডি ব্যাংক এ জমা দিয়ে টাকা উত্তোলন করে। সম্পাদনা: রাকিবুল