আবুল বাশার নূরু: নির্বাচনি প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে মতিঝিল ব্রাাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে নির্বাচনি গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও নির্বাচন কমিশনকে অনুরোধ করব, তারা যেন আশু পদক্ষেপ নেয়, যেনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আমরা কিছুটা শঙ্কিত এ কারণে যে প্রতিপক্ষের মেয়র প্রার্থী নিজে আমাদের কাউন্সিলরের গণসংযোগে উপস্থিত হয়ে আক্রমণ করেছেন। বিএনপি প্রার্থীর পিএস অবৈধ অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। এই ঢাকাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। সেই ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ার এটাই সুযোগ। দলমত নির্বিশেষে আমি সবার কাছে আবেদন করব, আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে একজন দক্ষ, যোগ্য ব্যক্তিকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।
তাপস বলেন, আমি সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি, এই ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলতে না পারলে আমাদের সব অর্জনই ম্লান হয়ে যাবে। সেই তাগিদ থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম। আমার দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি, সততা, নিষ্ঠা, একাগ্রতার সঙ্গে কাজ করলে আমরা আগামী তিন বছরের মধ্যে ঢাকাবাসীর কাছে উন্নত ঢাকা গড়ার পথে দৃশ্যমান পরিবর্তন উপহার দিতে পারব।