শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার নিয়ে রোনালদোর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর অসংখ্য রেকর্ডের খাতায় এবার নতুন অধ্যায় যুক্ত হলো। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার। আর এবার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে জুভেন্টাস উইঙ্গারের ফলোয়ার সংখ্যা ২০০ মিলিয়ন বা ২০ কোটির ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছে।

ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সংখ্যার ধারেকাছে নেই মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে, সেলেনা গোমেজ, বিয়ন্সে এবং হলিউড সুপারস্টার ডোয়াইন জনসনের মতো তুমুল জনপ্রিয় তারকারাও। ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে তো অনেক আগেই পেছনে ফেলে দিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ।

এদিকে শুধু সুপারস্টারদের পেছনে ফেলেই থেমে যাচ্ছেন না রোনালদো। খোদ ইনস্টাগ্রামকেই পেছনে ফেলার দিকে ছুটছেন তিনি। জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমটির অফিসিয়াল প্রোফাইলের মোট ফলোয়ার ৩৩০ মিলিয়ন। দানবীয় সংখ্যার ফলোয়ার ছাড়াও ইন্সটাগ্রাম থেকে বিশাল অঙ্কের অর্থও আয় করেন রোনালদো।

ইনস্টাগ্রামের বিপণন প্রতিষ্ঠান ‘হপার এইচকিউ’র তথ্য অনুযায়ী, প্রতিটি পোস্টের জন্য প্রায় ৯ লাখ ইউরো আয় করেন রোনালদো। আর প্রতি বছর এই প্ল্যাটফর্ম থেকে তার মোট আয় প্রায় ৪৮ মিলিয়ন ইউরো, যা ইতালিয়ান জায়ান্টদের হয়ে তার মোট আয়ের চেয়েও বেশি।

ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় শীর্ষ দশ:
১। ইনস্টাগ্রাম : ৩৩০ মিলিয়ন
২। ক্রিস্টিয়ানো রোনালদো: ২০০ মিলিয়ন
৩। আরিয়ানা গ্র্যান্ডে: ১৭২ মিলিয়ন
৪। ডোয়াইন জনসন: ১৬৯ মিলিয়ন
৫। সেলেনা গোমেজ: ১৬৬ মিলিয়ন
৬। কাইলি জেনার: ১৫৮ মিলিয়ন
৭। কিম কার্দানেশিয়ান: ১৫৭ মিলিয়িন
৮। লিওনেল মেসি: ১৪১ মিলিয়ন
৯। বিয়ন্সে: ১৩৮ মিলিয়ন
১০। নেইমার: ১৩১ মিলিয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়