শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী ভোটগ্রহণ স্থগিত হওয়াকে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে দেখছে নয়াদিল্লি

মশিউর অর্ণব: সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবের পক্ষে ভোটগ্রহণের বিষয়টি আগামী মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ৭৫১ জনের মধ্যে ৫৬০ জন সদস্য সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু-কাশ্মীর বিরোধী ৬টি প্রস্তাব পেশ করেন। ক্রমবর্ধমান জাতীয়তাবাদ দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং মুসলিমদের প্রতি বৈষম্যের জন্ম দিচ্ছে, এমন দাবি তুলে ভারতকে সতর্ক করা হয় প্রস্তাবটিতে। বুধবার দিনভর বিতর্কের পর বৃহস্পতিবার প্রস্তাবটির পক্ষে ভোটগ্রহণের কথা থাকলেও শেষমুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইউরোপীয় পার্লামেন্ট।

ইউরোপীয় পার্লামেন্টের সভাপতিকে পাঠানো চিঠিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, নাগরিকত্ব সংশোধনী আইনটিতে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, তাদেরকে সহজ উপায়ে নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে। আইনটি কারো থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার লক্ষ্যে তৈরি হয়নি।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো নাক গলানো উচিত নয় বলেও ইউরোপীয় ইউনিয়নকে সতর্কবাতা দিয়েছে দিল্লি। কারণ এতে করে যেকোনো গণতান্ত্রিক দেশের অধিকার ও কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবের ভোটগ্রহণ আপাতত পিছিয়ে যাওয়ায় কূটনৈতিকভাবে নিজেদেরকে আরো সুসংহত করার সুযোগ পাচ্ছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়