শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী ভোটগ্রহণ স্থগিত হওয়াকে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে দেখছে নয়াদিল্লি

মশিউর অর্ণব: সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবের পক্ষে ভোটগ্রহণের বিষয়টি আগামী মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ৭৫১ জনের মধ্যে ৫৬০ জন সদস্য সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু-কাশ্মীর বিরোধী ৬টি প্রস্তাব পেশ করেন। ক্রমবর্ধমান জাতীয়তাবাদ দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং মুসলিমদের প্রতি বৈষম্যের জন্ম দিচ্ছে, এমন দাবি তুলে ভারতকে সতর্ক করা হয় প্রস্তাবটিতে। বুধবার দিনভর বিতর্কের পর বৃহস্পতিবার প্রস্তাবটির পক্ষে ভোটগ্রহণের কথা থাকলেও শেষমুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইউরোপীয় পার্লামেন্ট।

ইউরোপীয় পার্লামেন্টের সভাপতিকে পাঠানো চিঠিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, নাগরিকত্ব সংশোধনী আইনটিতে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, তাদেরকে সহজ উপায়ে নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে। আইনটি কারো থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার লক্ষ্যে তৈরি হয়নি।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো নাক গলানো উচিত নয় বলেও ইউরোপীয় ইউনিয়নকে সতর্কবাতা দিয়েছে দিল্লি। কারণ এতে করে যেকোনো গণতান্ত্রিক দেশের অধিকার ও কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবের ভোটগ্রহণ আপাতত পিছিয়ে যাওয়ায় কূটনৈতিকভাবে নিজেদেরকে আরো সুসংহত করার সুযোগ পাচ্ছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়