শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয় পার্লামেন্টে সিএএ নিয়ে বিতর্ক, বৃহস্পতিবার ভোটের সম্ভাবনা

সাইফুর রহমান : এর আগে ইউরোপিয় ইউনিয়নের ৭৫১ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ৫৬০ জনই সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু-কাশ্মীর প্রসঙ্গে ৬টি বিরোধী প্রস্তাব পেশ করেন। আইনটিকে ‘বৈষম্যমূলক ও বিভাজন সৃষ্টিকারী আখ্যা দিয়ে প্রস্তাব পেশ করা হয় ইউরোপিয় পার্লামেন্টে। এনডিটিভি, ইন্ডিয়া টুডে

এ প্রসঙ্গে পার্লামেন্টের বহু সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যে প্রক্রিয়ায় ভারত সরকার সিএএ কার্যকর করতে চাইছে তা গোটা বিশ্বে বৃহত্তরভাবে রাষ্ট্রহীনতার আশঙ্কা তৈরি করবে, যার কারণে বাড়বে মানুষের দুর্ভোগ।’

ইইউ ভারত সরকারের উদ্দেশে বলেছে, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে, ভারত যেনো তা মাথায় রাখে। সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবি শোনার জন্য ইউরোপিয় ইউনিয়ন ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে পারে বলেও জানা গেছে।

ইউরোপিয় পার্লামেন্টর প্রস্তাবনায় বলা হয়েছে, সিএএ'র মাধ্যমে ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও এটি ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি লঙ্ঘন করেছে। যার অধীনে জাতি, বর্ণ এবং জাতিগত উৎসের ভিত্তিতে বৈষম্য করা যায় না বলেও এতে উল্লেখ করা হয়।

এছাড়াও সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ দমনে পুলিশ নৃশংস পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তেরও দাবি জানানো হয়। যদিও ভারত সরকার ইতোমধ্যে ইউরোপিয় ইউনিয়নের উদ্বেগের বিষয়টিকে অভ্যন্তরীণ ইস্যু বলে এক বাক্যে খারিজ করে দেয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়