শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় আহত মার্কিন সেনা বেড়ে দাঁড়ালো ৫০, জানালো পেন্টাগন

রাশিদ রিয়াজ : ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা আরেক দফা বাড়িয়ে পেন্টাগন এখন বলছে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। মিলিটারি টাইমস/সিএনএন/ পার্সটুডে

পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল থমাস ক্যাম্পবেল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আজ পর্যন্ত ৫০ জন মার্কিন সেনা মস্তিষ্কের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, এদের মধ্যে ৩১ জনকে ইরাকেই চিকিৎসা দেয়া হয়েছে এবং তারা ডিউটিতে ফিরে গেছেন। এই ৩১ জনের মধ্যে ১৫ জনকে অতি সম্প্রতি চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদিকে গুরুতর মস্তিষ্ক ক্ষত নিয়ে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে এবং বাকি একজনকে কুয়েতে নেয়া হয়েছে।

পেন্টাগনের আরেক কর্মকর্তা জনাথন হফম্যান জানান, আহত সেনাদের কারো কারো অবস্থা নাজুক ও তাদের স্বাস্থ্য পরিস্থিরি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তিনি মার্কিন নাগরিকদের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য জানাতে পেন্টাগন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। এ হামলায় কোনো সেনাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়নি বলেও জানান হফম্যান।

এর আগে গত শুক্রবার তার আগের পরিসংখ্যানের চেয়ে তিনগুণ বেশি মার্কিন সেনা আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকেমার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ক্ষেপণাস্ত্র হামলার পর দাবি করেছিলেন কোনো মার্কিন সেনা আহত হয়নি। এরপর ১১ মার্কিন সেনা মস্তিষ্কে ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেন্টাগন স্বীকার করার পর ট্রাম্প আবার দাবি করেন, এসব সেনার খানিকটা ‘মাথাব্যথা করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অবশ্য ইরানের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন নিহত ও ২ শতাধিক আহত হওয়ার দাবি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়