শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় আহত মার্কিন সেনা বেড়ে দাঁড়ালো ৫০, জানালো পেন্টাগন

রাশিদ রিয়াজ : ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা আরেক দফা বাড়িয়ে পেন্টাগন এখন বলছে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। মিলিটারি টাইমস/সিএনএন/ পার্সটুডে

পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল থমাস ক্যাম্পবেল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আজ পর্যন্ত ৫০ জন মার্কিন সেনা মস্তিষ্কের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, এদের মধ্যে ৩১ জনকে ইরাকেই চিকিৎসা দেয়া হয়েছে এবং তারা ডিউটিতে ফিরে গেছেন। এই ৩১ জনের মধ্যে ১৫ জনকে অতি সম্প্রতি চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদিকে গুরুতর মস্তিষ্ক ক্ষত নিয়ে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে এবং বাকি একজনকে কুয়েতে নেয়া হয়েছে।

পেন্টাগনের আরেক কর্মকর্তা জনাথন হফম্যান জানান, আহত সেনাদের কারো কারো অবস্থা নাজুক ও তাদের স্বাস্থ্য পরিস্থিরি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তিনি মার্কিন নাগরিকদের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য জানাতে পেন্টাগন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। এ হামলায় কোনো সেনাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়নি বলেও জানান হফম্যান।

এর আগে গত শুক্রবার তার আগের পরিসংখ্যানের চেয়ে তিনগুণ বেশি মার্কিন সেনা আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকেমার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ক্ষেপণাস্ত্র হামলার পর দাবি করেছিলেন কোনো মার্কিন সেনা আহত হয়নি। এরপর ১১ মার্কিন সেনা মস্তিষ্কে ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেন্টাগন স্বীকার করার পর ট্রাম্প আবার দাবি করেন, এসব সেনার খানিকটা ‘মাথাব্যথা করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অবশ্য ইরানের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন নিহত ও ২ শতাধিক আহত হওয়ার দাবি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়