পঞ্চগড় প্রতিনিধি : তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছেন চরম দুভোর্গে। আজ বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষেরা রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
শীতের কাপড়ের অভাবে অনেক খেটে খাওয়া মানুষ কাজেও যোগ দিতে পারছেন না।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, তেঁতুলিয়ায় কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করেছে। সম্পাদনা : জেরিন