আক্তারুজ্জামান : সেলিব্রেটিদের এই এক জ্বালা। অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করতে হয়। কিন্তু সেখানেই মাঝে মাঝে বাধে বিপত্তি। সেই বিপত্তিতে পেড়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যিনি বিপত্তিতে পড়ে লজ্জাও পেয়েছেন! বলিউডের গায়ক মঞ্চে ধোনিকে আহ্বান জানালেও, লজ্জা পেয়ে মাঝপথ থেকেই ফিরে এলেন তিনি। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বহুদিন ধোনি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যিনি দেশকে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।
বর্তমানে জাতীয় দলে না থাকলেও স্ত্রী-কন্যাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে মহাতারকা ক্রিকেটারকে। এমন এক অনুষ্ঠানে জিভা, সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন ধোনি।
সেই অনুষ্ঠানেই আবার ছিলেন তারকা গায়ক আরমান মালিক। ধোনিকে দেখেই আরমান তারকা ক্রিকেটারের বায়োপিক থেকে তাঁরই গাওয়া একটি গান শুরু করেন। তারপরেই আরমান ধোনিকে মঞ্চে এসে তার সঙ্গে গলা মেলানোর অনুরোধ করেন। তবে ধোনি প্রাথমিকভাবে রাজি হলেও পরে কার্যত পালিয়ে যান লজ্জা পেয়ে!
ধোনি এখনও সাধারণ। মাটির মানুষ। জীবনযাত্রাতেও তাই সাধারণের ছোঁয়া। গ্ল্যামার বর্জিত জীবন যাপনেই মাহি অভ্যস্ত। তাই ধোনি পরে আরমান মালিকের সঙ্গে মঞ্চে উপস্থিত হন। তার আগে অবশ্য আরমান মালিক ধোনিকে বলেন, তাকে গান গাইতে বলা হবে না।
ধোনির একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়। তারপরেই ভাইরাল ধোনির ভিডিও। ভিডিওটা দেখতে ক্লিক করুন এখন।