শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে গান গাওয়ার ডাক শুনে লজ্জা পেয়ে ‘পালালেন’ ধোনি (ভিডিও)

আক্তারুজ্জামান : সেলিব্রেটিদের এই এক জ্বালা। অতিথি হিসেবে উপস্থিত থেকে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করতে হয়। কিন্তু সেখানেই মাঝে মাঝে বাধে বিপত্তি। সেই বিপত্তিতে পেড়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যিনি বিপত্তিতে পড়ে লজ্জাও পেয়েছেন!  বলিউডের গায়ক মঞ্চে ধোনিকে আহ্বান জানালেও, লজ্জা পেয়ে মাঝপথ থেকেই ফিরে এলেন তিনি। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

বহুদিন ধোনি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যিনি দেশকে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।

বর্তমানে জাতীয় দলে না থাকলেও স্ত্রী-কন্যাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে মহাতারকা ক্রিকেটারকে। এমন এক অনুষ্ঠানে জিভা, সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন ধোনি।

সেই অনুষ্ঠানেই আবার ছিলেন তারকা গায়ক আরমান মালিক। ধোনিকে দেখেই আরমান তারকা ক্রিকেটারের বায়োপিক থেকে তাঁরই গাওয়া একটি গান শুরু করেন। তারপরেই আরমান ধোনিকে মঞ্চে এসে তার সঙ্গে গলা মেলানোর অনুরোধ করেন। তবে ধোনি প্রাথমিকভাবে রাজি হলেও পরে কার্যত পালিয়ে যান লজ্জা পেয়ে!

ধোনি এখনও সাধারণ। মাটির মানুষ। জীবনযাত্রাতেও তাই সাধারণের ছোঁয়া। গ্ল্যামার বর্জিত জীবন যাপনেই মাহি অভ্যস্ত। তাই ধোনি পরে আরমান মালিকের সঙ্গে মঞ্চে উপস্থিত হন। তার আগে অবশ্য আরমান মালিক ধোনিকে বলেন, তাকে গান গাইতে বলা হবে না।

ধোনির একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়। তারপরেই ভাইরাল ধোনির ভিডিও। ভিডিওটা দেখতে ক্লিক করুন এখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়