শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসের কারণে চীন থেকে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন ইভেন্ট

স্পোর্টস ডেস্ক : চীনে ছড়িয়ে পড়েছে মরণঘাতী কোরোনাভাইরাস। এবার এই ভাইরাসের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। ইতিমধ্যে অনেক ইভেন্ট দেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে খেলাধুলার নানা ইভেন্ট আয়োজনে ব্যস্ত সময় পার করছে চীন। করোনাভাইরাসের কারণে এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশটি।

উহানে ৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০২০ টোকিও অলিম্পিকের বক্সিং ইভেন্টের বাছাই। কিন্তু হুবেই রাজ্যের এই শহরেই যে করোনাভাইরাসের উৎপত্তি! ফলে বক্সিং বাছাই সরিয়ে নেয়া হচ্ছে জর্ডানে। আম্মানে ৩-১১ মার্চ অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব।

উহানেই ৩-৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো অলিম্পিকের নারী ফুটবল বাছাইয়ের বেশ কয়েকটি ম্যাচ। তাতে অংশগ্রহণ করার কথা চীন, তাইওয়ান, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রোববার এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ম্যাচগুলো এখন সরিয়ে নেয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে।

অলিম্পিকের নারী বাস্কেটবল বাছাই দক্ষিণ চীনের ফোসান থেকে সরিয়ে নেয়া হচ্ছে সার্বিয়ার বেলগ্রেডে। ৬-৯ ফেব্রুয়ারির এই বাছাইয়ে তিনটি স্থানের জন্য লড়বে চার দেশ- চীন, ব্রিটেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া।

ডাইভিং ও সিনক্রোনাইজড সুইমিংয়ের ওয়ার্ল্ড সিরিজের চাইনিজ লেগ হওয়ার কথা ছিলো বেইজিংয়ে, ৭-৯ মার্চে। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের সভাপতি কর্নেল মারকুলেসকু জানিয়েছেন, টুর্নামেন্টটি এখন পূর্ব চীনের জিয়াংজু প্রদেশের সুসুতে নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠিত হবে ২৩-২৫ এপ্রিল।

সাইক্লিংয়ে দ্যা ট্যুর অব হেইনান হওয়ার কথা ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। সোমবার আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকিতে এই আয়োজন বাতিল করা হয়েছে। সময় সুযোগ দেখে পরে এর নতুন সূচি প্রকাশ করা হবে।

করোনাভাইরাসের কারণে শঙ্কায় পড়েছে এশিয়ান অলিম্পিক বাছাইয়ের রেসলিং ইভেন্ট। জিয়াং প্রদেশে ২৭-২৯ মার্চ বসার কথা ছিলো এই আসর। এ ব্যাপারে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেসলিং ফেডারেশনের সভাপতি নেনাদ লালোভিচ।

কনোরাভাইরাসের কারণে অনিশ্চয়তায় পড়েছে ১৩-১৫ মার্চ নানজিংয়ে অনুষ্ঠেয় ওয়াল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ। এছাড়া আরও বেশ কিছু ক্রীড়া ইভেন্ট নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়