মেহেরুবা শহীদ : সোমবার প্রকাশ হওয়া বিজ্ঞাপনে বলা হয়, যারা এ বিমান সংস্থাটি কিনবেন, তাদেরকে ২৩ হাজার ২৮৬ কোটি টাকার দেনার দায়ও নিতে হবে। শুধুমাত্র ভারতীয় ব্যক্তি ও সংস্থার কাছে বিক্রি করা হবে এটি। ১৭ মার্চ পর্যন্ত আগ্রহী ক্রেতারা আবেদনপত্র জমা দিতে পারবেন। ইকোনোমিক টাইমস
এর আগে ২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ মালিকানা বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিলো। সেসময় আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে বিক্রির সমসয়সীমা বাড়িয়ে দিয়েও কোনো ক্রেতা পাওয়া যায়নি। সম্ভাব্য ক্রেতাদের অন্যান্য দায়িত্বের পাশাপাশি এয়ার ইন্ডিয়ার ঋণ পরিশোধের শর্তটিও যোগ করা দেওয়া হয়েছিলো।