শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ৯শ কোটি ডলার বরাদ্দ চীনের, হু প্রধানের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠক

নূর মাজিদ : গত সোমবার চীনা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য কমিশন যৌথভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরাদ্দ দিয়েছে ৬ হাজার ৩৩ কোটি ইউয়ান বা ৮৭৪ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ। বরাদ্দের বিষয়টি এমন সময় জানানো হলো যখন (গতকাল নাগাদ) এই সংক্রমণে মৃতের সংখ্যা ৮১ জনে উন্নীত হয়েছে।

ইতিপূর্বে আরও সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার চীনা সংস্কৃতির বড় উৎসব নতুন চন্দ্রবর্ষ উদযাপনের দিনক্ষণও পেছায়। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নেয়া হয়েছে অগ্রিম সতর্কতা। অনেক বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করেছে বা কর্মীদের ঘরে থেকেই কাজ করার নির্দেশ দেয়। খবর : সিএনবিসি, রয়টার্স

এদিকে সোমবারেই চীনে নিজ সফরের বিষয়টি সবার আগে নিশ্চিত করেন বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু-এর মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। গত রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি এখন বেজিং-এর পথে। সেখানে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করে চলা দেশটির সরকারি কর্মকর্তা এবং শীর্ষ চিকিৎসকদের সঙ্গে বৈঠক হবে। ধারনা করা হচ্ছে চীনের পরিস্থিতি কতোটা নিয়ন্ত্রণে আছে তা পর্যবেক্ষণ করাই হু প্রধানের এই সফরের প্রধান লক্ষ্য।’

চীনে মৃতের সংখ্যাবৃদ্ধি এবং সেখান থেকে বিশ্বের আরও ১০টি দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেও হু একে বিশ্বস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা ঘোষণা এখনও করেনি। করোনা ভাইরাস এর সং¯পর্শে আসা ব্যক্তিদের শ্বাসযন্ত্রে ক্ষতি করে প্রাথমিকভাবে সর্দি ও কাশির জন্ম দেয়। তবে এর ভয়াবহতা অন্যখানে। চিকিৎসা বিজ্ঞানে এর উপশম না থাকায় উহান করোনা ভাইরাসে আক্রান্তরা ৪৮ ঘণ্টার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়