শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ৯শ কোটি ডলার বরাদ্দ চীনের, হু প্রধানের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠক

নূর মাজিদ : গত সোমবার চীনা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য কমিশন যৌথভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরাদ্দ দিয়েছে ৬ হাজার ৩৩ কোটি ইউয়ান বা ৮৭৪ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ। বরাদ্দের বিষয়টি এমন সময় জানানো হলো যখন (গতকাল নাগাদ) এই সংক্রমণে মৃতের সংখ্যা ৮১ জনে উন্নীত হয়েছে।

ইতিপূর্বে আরও সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার চীনা সংস্কৃতির বড় উৎসব নতুন চন্দ্রবর্ষ উদযাপনের দিনক্ষণও পেছায়। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নেয়া হয়েছে অগ্রিম সতর্কতা। অনেক বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করেছে বা কর্মীদের ঘরে থেকেই কাজ করার নির্দেশ দেয়। খবর : সিএনবিসি, রয়টার্স

এদিকে সোমবারেই চীনে নিজ সফরের বিষয়টি সবার আগে নিশ্চিত করেন বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু-এর মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। গত রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি এখন বেজিং-এর পথে। সেখানে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করে চলা দেশটির সরকারি কর্মকর্তা এবং শীর্ষ চিকিৎসকদের সঙ্গে বৈঠক হবে। ধারনা করা হচ্ছে চীনের পরিস্থিতি কতোটা নিয়ন্ত্রণে আছে তা পর্যবেক্ষণ করাই হু প্রধানের এই সফরের প্রধান লক্ষ্য।’

চীনে মৃতের সংখ্যাবৃদ্ধি এবং সেখান থেকে বিশ্বের আরও ১০টি দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেও হু একে বিশ্বস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা ঘোষণা এখনও করেনি। করোনা ভাইরাস এর সং¯পর্শে আসা ব্যক্তিদের শ্বাসযন্ত্রে ক্ষতি করে প্রাথমিকভাবে সর্দি ও কাশির জন্ম দেয়। তবে এর ভয়াবহতা অন্যখানে। চিকিৎসা বিজ্ঞানে এর উপশম না থাকায় উহান করোনা ভাইরাসে আক্রান্তরা ৪৮ ঘণ্টার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়