শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাদালও অস্ট্রেলিয়ান ওপেনে শেষ আটের টিকিট কাটলেন

স্পোর্টস ডেস্ক : জোকোভিচ, ফেদেরারের পর টেনিস বিশ্বের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় নাম রাফায়েল নাদালও শেষ আটে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নিক কিরগিয়সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাদাল।একটি সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে খেলা বেশ জমিয়ে তোলেন। শেষ আটে প্রতিযোগিতার ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল লড়বেন পঞ্চম বাছাই ডমিনিক থিমের বিরুদ্ধে।

মেলবোর্ন পার্কে সোমবার জমজমাট লড়াইয়ে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেট হারেন। পরের দুই সেট জিতে পরের রাউন্ডে ওঠেন তিনি। ম্যাচ জেতেন ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে। আসরে এই প্রথম কোনো সেট হারলেন রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার পথে থাকা ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা।

দশম বাছাই ফ্রান্সের গায়েল মঁফিসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ওঠেন ২৬ বছর বয়সী টিম।

একই দিন পাঁচ সেটের লড়াইয়ে চার নম্বর বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে শেষ আটে ওঠেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। প্রতিযোগিতার ২০১৪ সালের চ্যাম্পিয়ন এই সুইস জেতেন ৬-২, ২-৬, ৪-৬, ৭-৬ (৭-২), ৬-২ গেমে।

কোয়ার্টার-ফাইনালে চতুর্দশ বাছাই ভাভরিঙ্কা লড়বেন সপ্তম বাছাই জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে।

নারী এককে শেষ আটে উঠেছেন চার নম্বর বাছাই সিমোনা হালেপ, স্পেনের গার্বিনে মুগুরুসা, এস্তোনিয়ার অনেত কোনতাভিয়েত ও রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়