স্পোর্টস ডেস্ক : জোকোভিচ, ফেদেরারের পর টেনিস বিশ্বের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় নাম রাফায়েল নাদালও শেষ আটে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নিক কিরগিয়সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাদাল।একটি সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে খেলা বেশ জমিয়ে তোলেন। শেষ আটে প্রতিযোগিতার ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল লড়বেন পঞ্চম বাছাই ডমিনিক থিমের বিরুদ্ধে।
মেলবোর্ন পার্কে সোমবার জমজমাট লড়াইয়ে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেট হারেন। পরের দুই সেট জিতে পরের রাউন্ডে ওঠেন তিনি। ম্যাচ জেতেন ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে। আসরে এই প্রথম কোনো সেট হারলেন রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার পথে থাকা ৩৩ বছর বয়সী স্প্যানিশ তারকা।
দশম বাছাই ফ্রান্সের গায়েল মঁফিসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ওঠেন ২৬ বছর বয়সী টিম।
একই দিন পাঁচ সেটের লড়াইয়ে চার নম্বর বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে শেষ আটে ওঠেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। প্রতিযোগিতার ২০১৪ সালের চ্যাম্পিয়ন এই সুইস জেতেন ৬-২, ২-৬, ৪-৬, ৭-৬ (৭-২), ৬-২ গেমে।
কোয়ার্টার-ফাইনালে চতুর্দশ বাছাই ভাভরিঙ্কা লড়বেন সপ্তম বাছাই জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে।
নারী এককে শেষ আটে উঠেছেন চার নম্বর বাছাই সিমোনা হালেপ, স্পেনের গার্বিনে মুগুরুসা, এস্তোনিয়ার অনেত কোনতাভিয়েত ও রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভা।