দেবদুলাল মুন্না: গতকাল সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচারকার্য নিয়ে হতাশা ব্যক্ত করে রেজা কিবরিয়া এ কথা বলেন।
তিনি বলেন,‘ ২০০৫ সালে আমার বাবা নিহত হন।এরপর বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।। কিন্তু তদন্তের নামেই পেরিয়ে গেছে এতোটা বছর। বিচার শুরু হয়েছে মাত্র ৪ বছর আগে। আর বিস্ফোরক মামলার চার্জশিট প্রায় এক বছর আগে দেয়া হলেও আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হয়নি।’
তিনি বলেন বিভিন্ন অজুহাতে আসামীরা আদালতে হাজিরও হয় না। ফলে বিচারকাজও শুধু পেছাতেই থাকে। উনার ( শাহ কিবরিয়া) মতো মানুষকে হত্যার পর বিচার পেতে যদি এতো দেরি হয় , তবে সাধারণ মানুষ কতোটা বিচারবঞ্চিত এটি না বোঝার কথা নয়।’