শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইয়াসিন আরাফাত: এক টুইট বার্তায় ট্রাম্প আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চান তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দরকার নেই, ধন্যবাদ। পার্সটুডে

সম্প্রতি জার্মান ম্যাগাজিন দার ইশপিগেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ জানান, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলচনায় বসতে প্রস্তুত ইরান।জাবেদ জারিফের সাক্ষাৎকারের পর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন।

সাক্ষাৎকারে জার্মান ম্যাগাজিন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলো যে, আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসবে কিনা। জবাবে জাবেদ জারিফ বলেন, আমি কখনো আলোচনার সম্ভাবনা বাতিল করে দেই নি। তবে লোকজনকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং বাস্তবতা স্বীকার করতে হবে। হোয়াইট হাউজে কে বসেছেন সেটি আমাদের কাছে কোনো বিষয় নয় বরং আমাদের কাছে বিষয় হচ্ছে তারা কেমন আচরণ করছেন। ট্রাম্প প্রশাসন তাদের অতীত ভুল সংশোধন করতে পারে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। আমরা আলোচনার টেবিলে আছি। বরং যুক্তরাষ্ট্রই চলে গেছে। একদিন সময় আসবে যখন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ব্যাপারে আমরা অনেক ধৈর্য ধরব।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়