শিরোনাম
◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ◈ ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস ◈ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট: পররাষ্ট্রমন্ত্রী ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা  মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে : ওবায়দুল কাদের  ◈ হজযাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ১৩ হাজার ৫০০ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন  ◈ জাবালিয়ায় ইসরায়েলি ট্যাংক, রাফা থেকে পালিয়েছে ৩ লাখ মানুষ ◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইয়াসিন আরাফাত: এক টুইট বার্তায় ট্রাম্প আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চান তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দরকার নেই, ধন্যবাদ। পার্সটুডে

সম্প্রতি জার্মান ম্যাগাজিন দার ইশপিগেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ জানান, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলচনায় বসতে প্রস্তুত ইরান।জাবেদ জারিফের সাক্ষাৎকারের পর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন।

সাক্ষাৎকারে জার্মান ম্যাগাজিন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলো যে, আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসবে কিনা। জবাবে জাবেদ জারিফ বলেন, আমি কখনো আলোচনার সম্ভাবনা বাতিল করে দেই নি। তবে লোকজনকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং বাস্তবতা স্বীকার করতে হবে। হোয়াইট হাউজে কে বসেছেন সেটি আমাদের কাছে কোনো বিষয় নয় বরং আমাদের কাছে বিষয় হচ্ছে তারা কেমন আচরণ করছেন। ট্রাম্প প্রশাসন তাদের অতীত ভুল সংশোধন করতে পারে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। আমরা আলোচনার টেবিলে আছি। বরং যুক্তরাষ্ট্রই চলে গেছে। একদিন সময় আসবে যখন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ব্যাপারে আমরা অনেক ধৈর্য ধরব।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়