শিউলী আক্তার : দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ দল হিসেবে স্বাগতিকদের পেয়েছে আকবর আলীরা।
শনিবার (২৫ জানুয়ারি) ব্লুমফন্টেইনে আসরের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ফলে নিজেদের গ্রুপে রানার্স-আপ হওয়ার সুবাদে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয় দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান জড়ো করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ২৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে আরব আমিরাত। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতির আশ্রয় নেন ম্যাচ অফিসিয়ালরা। তাতে ২৩ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আগামী ৩০ জানুয়ারি আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে।
বিশ্বকাপে বাংলাদেশের যুবারা ছিলো ‘সি’ গ্রুপে। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে অনায়াস জয় পেলেও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পা হড়কায় টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থাকায় আকবর আলীর নেতৃত্বাধীন দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নিয়ম অনুযায়ী ‘ডি’ গ্রুপের রানার্স-আপ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে মোকাবেলা করবে।