শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর-হাফিজের জোড়া ফিফটিতে বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

এল আর বাদল : টানা দুৃই হারে সিরিজ হাত ছাড়া হলো বাংলাদেশের। পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে। আগের ম্যাচে ৫ উইকেটে জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ রেখে দিলো পাকবাহিনী।

গাদ্দাফির মাঠ অপয়া হয়ে থাকলো মাহমুদউল্লাহ - তামিমদের কাছে। তিন ম্যাচ সিরিজের টানা দুই ম্যচে হেরে সিরিজ তুলে দিলো স্বাগতিক পাকিস্তানের কাছে। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করতে পারলেও গতকাল তাও করতে পারেনি। পাকিস্তানি বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। পাকিস্তান এই স্বল্প পুঁজির জবাবে খেলতে নেমে সহজেই ৯ উইকেটে ১৩৭ রান করে টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয়।

গাদ্দাফি স্টেডিয়ামে আগের দিনের মতোই টসে জিতে ব্যাটিং নামে লাল-সবুজের দল। এদিন ব্যাটিংয়ে বেহাল চিত্রটা মূলত ফুটে উঠে নাঈম সরকারের আউটের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে সর্বাধিক ৪৩ রান করা নাঈম এদিন রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির প্রথম বলে আত্মসমার্পণ করে সাজ ঘরে ফিরে যান।

তবে তামিম ইকবাল যার পরনাই লড়ে ৬৫ রান করলেও দলীয় রানের বহর বাড়েনি। মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারসহ বাকিরা তো আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ১৩৬ রান নিয়েই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মোকাবিলা করতে হয় বাংলাদেশকে।

পাকিস্তান ইনিংসের শুরুতে টাইগার পেসার শফিউলের বলে আহসান আলীকে হারালেও রান তুলতে কক্ষচ্যুত হয়নি। হাফিজ আর বাবর আজমের জোড়া ফিফটিতে স্বাগতিকরা ২০ বল আগেই ম্যাচ জিতে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়