শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর-হাফিজের জোড়া ফিফটিতে বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

এল আর বাদল : টানা দুৃই হারে সিরিজ হাত ছাড়া হলো বাংলাদেশের। পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে। আগের ম্যাচে ৫ উইকেটে জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ রেখে দিলো পাকবাহিনী।

গাদ্দাফির মাঠ অপয়া হয়ে থাকলো মাহমুদউল্লাহ - তামিমদের কাছে। তিন ম্যাচ সিরিজের টানা দুই ম্যচে হেরে সিরিজ তুলে দিলো স্বাগতিক পাকিস্তানের কাছে। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করতে পারলেও গতকাল তাও করতে পারেনি। পাকিস্তানি বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। পাকিস্তান এই স্বল্প পুঁজির জবাবে খেলতে নেমে সহজেই ৯ উইকেটে ১৩৭ রান করে টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয়।

গাদ্দাফি স্টেডিয়ামে আগের দিনের মতোই টসে জিতে ব্যাটিং নামে লাল-সবুজের দল। এদিন ব্যাটিংয়ে বেহাল চিত্রটা মূলত ফুটে উঠে নাঈম সরকারের আউটের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে সর্বাধিক ৪৩ রান করা নাঈম এদিন রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির প্রথম বলে আত্মসমার্পণ করে সাজ ঘরে ফিরে যান।

তবে তামিম ইকবাল যার পরনাই লড়ে ৬৫ রান করলেও দলীয় রানের বহর বাড়েনি। মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারসহ বাকিরা তো আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ১৩৬ রান নিয়েই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মোকাবিলা করতে হয় বাংলাদেশকে।

পাকিস্তান ইনিংসের শুরুতে টাইগার পেসার শফিউলের বলে আহসান আলীকে হারালেও রান তুলতে কক্ষচ্যুত হয়নি। হাফিজ আর বাবর আজমের জোড়া ফিফটিতে স্বাগতিকরা ২০ বল আগেই ম্যাচ জিতে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়