শিরোনাম
◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর-হাফিজের জোড়া ফিফটিতে বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

এল আর বাদল : টানা দুৃই হারে সিরিজ হাত ছাড়া হলো বাংলাদেশের। পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে। আগের ম্যাচে ৫ উইকেটে জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ রেখে দিলো পাকবাহিনী।

গাদ্দাফির মাঠ অপয়া হয়ে থাকলো মাহমুদউল্লাহ - তামিমদের কাছে। তিন ম্যাচ সিরিজের টানা দুই ম্যচে হেরে সিরিজ তুলে দিলো স্বাগতিক পাকিস্তানের কাছে। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করতে পারলেও গতকাল তাও করতে পারেনি। পাকিস্তানি বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। পাকিস্তান এই স্বল্প পুঁজির জবাবে খেলতে নেমে সহজেই ৯ উইকেটে ১৩৭ রান করে টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয়।

গাদ্দাফি স্টেডিয়ামে আগের দিনের মতোই টসে জিতে ব্যাটিং নামে লাল-সবুজের দল। এদিন ব্যাটিংয়ে বেহাল চিত্রটা মূলত ফুটে উঠে নাঈম সরকারের আউটের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে সর্বাধিক ৪৩ রান করা নাঈম এদিন রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির প্রথম বলে আত্মসমার্পণ করে সাজ ঘরে ফিরে যান।

তবে তামিম ইকবাল যার পরনাই লড়ে ৬৫ রান করলেও দলীয় রানের বহর বাড়েনি। মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারসহ বাকিরা তো আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ১৩৬ রান নিয়েই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মোকাবিলা করতে হয় বাংলাদেশকে।

পাকিস্তান ইনিংসের শুরুতে টাইগার পেসার শফিউলের বলে আহসান আলীকে হারালেও রান তুলতে কক্ষচ্যুত হয়নি। হাফিজ আর বাবর আজমের জোড়া ফিফটিতে স্বাগতিকরা ২০ বল আগেই ম্যাচ জিতে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়