শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর-হাফিজের জোড়া ফিফটিতে বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

এল আর বাদল : টানা দুৃই হারে সিরিজ হাত ছাড়া হলো বাংলাদেশের। পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে। আগের ম্যাচে ৫ উইকেটে জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ রেখে দিলো পাকবাহিনী।

গাদ্দাফির মাঠ অপয়া হয়ে থাকলো মাহমুদউল্লাহ - তামিমদের কাছে। তিন ম্যাচ সিরিজের টানা দুই ম্যচে হেরে সিরিজ তুলে দিলো স্বাগতিক পাকিস্তানের কাছে। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করতে পারলেও গতকাল তাও করতে পারেনি। পাকিস্তানি বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। পাকিস্তান এই স্বল্প পুঁজির জবাবে খেলতে নেমে সহজেই ৯ উইকেটে ১৩৭ রান করে টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয়।

গাদ্দাফি স্টেডিয়ামে আগের দিনের মতোই টসে জিতে ব্যাটিং নামে লাল-সবুজের দল। এদিন ব্যাটিংয়ে বেহাল চিত্রটা মূলত ফুটে উঠে নাঈম সরকারের আউটের মধ্য দিয়ে। প্রথম ম্যাচে সর্বাধিক ৪৩ রান করা নাঈম এদিন রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির প্রথম বলে আত্মসমার্পণ করে সাজ ঘরে ফিরে যান।

তবে তামিম ইকবাল যার পরনাই লড়ে ৬৫ রান করলেও দলীয় রানের বহর বাড়েনি। মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারসহ বাকিরা তো আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। ১৩৬ রান নিয়েই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মোকাবিলা করতে হয় বাংলাদেশকে।

পাকিস্তান ইনিংসের শুরুতে টাইগার পেসার শফিউলের বলে আহসান আলীকে হারালেও রান তুলতে কক্ষচ্যুত হয়নি। হাফিজ আর বাবর আজমের জোড়া ফিফটিতে স্বাগতিকরা ২০ বল আগেই ম্যাচ জিতে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়