শাহনাজ বেগম : ছয় মাস বন্ধ থাকার পর জম্মু ও কাশ্মীরে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট শনিবার থেকেই ফিরিয়ে দেয়া হলেও কেবলমাত্র উপত্যকার প্রশাসনের অনুমোদিত ৩০১ ওয়েবসাইটগুলোয় দেয়া সুযোগ সুবিধা ব্যবহার করা যাবে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ইকোনোমিকস টাইমস, এনডিটিভি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র শ্বেত তালিকাভুক্ত ওয়েবসাইটগুলো ইন্টারনেট অ্যাক্সেস থাকবে। তবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কাশ্মীরের বাসিন্দাদের জন্যে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও গুজব বা উস্কানিমূলক বার্তা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য ওই সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।
গত বছর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে থেকে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর ইন্টারনেট ও মোবাইল সেবা নিয়ন্ত্রণে নেয় কেন্দ্র। এর আগে কাশ্মীর উপত্যকার যোগাযোগ অচলাবস্থা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জম্মু ও কাশ্মীরে জারি করা বিধিনিষেধের বিস্তারিত জানাতে হবে। বিচারপতি এনভি রমনার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বলে যে কোনও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মতবিরোধ রুখতে ইন্টারনেট স্থগিত করা যায় না। সম্পাদনা : রাশিদুর