সুজন কৈরী : রাজধানীর বনানী, কদমতলী, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক মাদক বিরোধী অভিয়ান চালিয়ে ১৩ জনকে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার র্যাব-১০ জানিয়েছে, এদিন দুপুরে ব্যাটালিয়নের সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে এক দল বনানী এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লিটার বিদেশী মদ, ২৫ ক্যান বিয়ার, ৪ টি মোবাইল, এবং নগদ ৫৩০ টাকাসহ মো. ইসমাঈল আলী (২৫), মো. সুমন (২২) ও মো. মাহবুব আলম (৫৩) নামের তিন জনকে আটক করা হয়।
এছাড়া একইদিন সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দলের অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মো. মোশারফ হোসেন (২৩) নামের একজনকে ৩৩০ গ্রাম গাঁজা ও ১ টি মোবাইলসহ আটক করে।
একইদিন দুপুরে সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল কদমতলীর মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় ১৬০ পুরিয়া হেরোইন, দুটি মোবাইল ফোন এবং নগদ আড়াই হাজার টাকাসহ সামছু ও নাজিম মিয়া নামের দুইজনকে আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল কদমতলীর পোস্তগোলা ও আলমবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ বোতল মদ, ৮ ক্যান বিয়ার এবং নগদ দুই হাজার ৮০০ টাকাসহ জনি, সাব্বির হোসেন এবং এমদাদুল হক নামের তিনজনকে আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার সিপিএসসির উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল শ্যামপুরের পোস্তগোলা এলাকায় অভিযান চালায়। এ সময় বাবু, মোজাম্মেল হোসেন, জয়নাল, শাহীন নামের ৪ জনকে ৮ বোতল বিদেশী মদ, ৬ টি ভদকা ক্যান, ১ ক্যান বিয়ার, ৫ টি মোবাইল, নগদ ১০ হাজার ৪০০ টাকা এবং ১টি বাইসাইকেলসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।