শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু ◈ ১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট ◈ দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক  ◈ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল ◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে ৪টি পপি ক্ষেত ধ্বংস , ৬০ কেজি পপির রস উদ্ধার

মো. নুরুল করিম, লামা প্রতিনিধি : পার্বত্য বান্দরবান জেলায় বিপুল পরিমাণ আফিম বাগান ধ্বংস করেছে র‌্যাব সদস্যরা। জেলার রুমা উপজেলার দুর্গম কেওক্রাডং এলাকায় র‌্যাব-৭’র একটি দল এ অভিযান চালায়। এ সময় ৪টি পপি ক্ষেত ধ্বংস করার পাশাপাশি প্রায় ৬০ কেজি পপির (আপিমের) রস উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জানান, রুমার একটি দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুমা সদর থেকে ২০ কিলোমটার দূরে কেওক্রাডং-এর আশপাশে কয়েকটি গভীর জঙ্গল ও পাহাড়ি ঝিরি ঝরনায় অভিযান চালানো হয়। একই সময় প্রায় ৭ একর এলাকাজুড়ে এসব ক্ষেত থেকে ৬০ কেজির পপির রস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

মশিউর রহমান আরও জানান, ক্ষেতের মালিককে খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী রুমা থানছি ও আলীকদমের দুর্গম এলাকায় স্থানীয় পাহাড়ি ও বেশ কিছু সন্ত্রাসী বাহিনী লাভজনক এই পপি চাষ করে আসছে দীর্ঘদিন থেকে। পপি বাগান থেকে উৎপাদিত আফিম সীমান্ত পথে মায়ানমার ও ভারতে পাচার করা হয় বলে জানান স্থানীয়রা।সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়