শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনি প্রচারণায় নেমে ক্রিকেট খেললেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবে উইকেন্ড ক্রিকেট সাব-কমিটির আয়োজনে এক প্রীতি ম্যাচে অংশ নেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

পরনে জার্সি-ট্রাউজার, পায়ে প্যাড, হাতে গ্লাভস, মাথায় হেলমেট। পুরোদস্তর একজন ক্রিকেটার হয়েই ব্যাট হাতে মাঠে নামলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ক্রিজে দাঁড়িয়ে আম্পায়ারের কাছে এবডোমিনাল গার্ড নিলেন। একে একে খেললেন ১১টি বল। দুই বলে দুটি বাউন্ডারিও হাঁকালেন। চেষ্টা করছিলেন ওভার বাউন্ডারি হাঁকানোর। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় শেষ পর্যন্ত ১২তম বলটি খেলতে গিয়ে সোজা বোল্ড। ২ বাউন্ডারিতে ৮ রানে নিয়ে শেষ হলো তার ইনিংস।

খেলা শেষে দর্শকরা ঘিরে ধরলেন আতিকুলকে। আবদার, সেলফি তুলতে হবে। অটোগ্রাফ দিতে হবে। আবদার রাখলেন তিনি।

আতিকুল বলেন, খেলাধুলার ভেতরে যে মনোভাব আর উদ্যম থাকে, সেটা দারুণ। আমি গুলশান ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানাই আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য। অনেকদিন পর গার্ড, প্যাড সবকিছু পরে ক্রিকেট খেললাম। খেলে মনে হলো, খেললে খেলা যাবে। চার তো মেরেছি, ছক্কাও মারা যাবে।

তিনি বলেন, আমি যে ৯ মাস দায়িত্ব পালন করেছি, ওই সময় চেষ্টা করে গেছি অবৈধ স্থান দখলমুক্ত করে খেলার মাঠ তৈরি করার জন্য। নির্বাচিত হলে ভবিষ্যতেও এই কাজ করে যাবো। ঢাকাকে মাদকমুক্ত করে গড়ে তুলবোই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়