ডেস্ক রিপোর্ট : শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় পুরাতন ওয়ার্কশপ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম প্রতিদিন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃপক্ষ আগুন নেভাতে ৫টি ইউনিটের ১২টি গাড়ি কাজ করছে বলে দাবি করেছে। তবে, ঘটনাস্থলে আগুন নেভাতে ৩টি গাড়ি কাজ করছে। কাতালগঞ্জ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের আরও ৯টি গাড়ি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তবে রাস্তা ছোট হওয়ার কারণে এক সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অনুলিখন : হ্যাপি আক্তার