শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের, প্রথমবার খেলতে এসে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বুরুন্ডি

আক্তারুজ্জামান : পারলো না বাংলাদেশ। আবারও সেই সেমিফাইনালে থেমে গেলো জামাল ভূঁইয়াদের যাত্রা। গতবার ফিলিস্তিনের পর এবার লাল-সবুজের সেনাদের বিদায় করলো বুরুন্ডি। প্রথমবার বাংলাদেশে খেলতে এসে ফাইনালে নাম লিখিয়েছে আফ্রিকার বুরুন্ডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এনশিমিরিমানা জসপিনের হ্যাটট্রিকেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়া চতুর্থ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচে একটুও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। একটু চেষ্টা করে প্রথমার্ধ ঠেকিয়ে দিতে চাইলেও শেষ পাঁচ মিনিটে সব এলোমেলো হয়ে যায়।

৪২ মিনিটে ব্যালানচার্ডের পাস নিখুঁত জালে পাঠিয়ে দেন জসপিন। তিন মিনিট পরই সেই ব্যালানচার্ডের ক্রসে চার ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন জসপিন। ২-০ গোলে লিড নিয়ে বিরতি যায় আফ্রিকার দেশটি। পরে মাঠে ফিরে সুযোগ পেলেও তা নষ্ট করেন সাদউদ্দিন। গোলের জন্য মরিয়া বাংলাদেশ ভাগ্যের সহায়তাও পাচ্ছিল না। উল্টো ৭৮ মিনিটে জসপিন হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়।

প্রথম সেমিফাইনালে সেশেলসকে হারিয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নেয় ফিলিস্তিন। শনিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফিলিস্তিন ও বুরুন্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়