আক্তারুজ্জামান : পারলো না বাংলাদেশ। আবারও সেই সেমিফাইনালে থেমে গেলো জামাল ভূঁইয়াদের যাত্রা। গতবার ফিলিস্তিনের পর এবার লাল-সবুজের সেনাদের বিদায় করলো বুরুন্ডি। প্রথমবার বাংলাদেশে খেলতে এসে ফাইনালে নাম লিখিয়েছে আফ্রিকার বুরুন্ডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এনশিমিরিমানা জসপিনের হ্যাটট্রিকেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়া চতুর্থ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচে একটুও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। একটু চেষ্টা করে প্রথমার্ধ ঠেকিয়ে দিতে চাইলেও শেষ পাঁচ মিনিটে সব এলোমেলো হয়ে যায়।
৪২ মিনিটে ব্যালানচার্ডের পাস নিখুঁত জালে পাঠিয়ে দেন জসপিন। তিন মিনিট পরই সেই ব্যালানচার্ডের ক্রসে চার ডিফেন্ডারের মাঝ থেকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন জসপিন। ২-০ গোলে লিড নিয়ে বিরতি যায় আফ্রিকার দেশটি। পরে মাঠে ফিরে সুযোগ পেলেও তা নষ্ট করেন সাদউদ্দিন। গোলের জন্য মরিয়া বাংলাদেশ ভাগ্যের সহায়তাও পাচ্ছিল না। উল্টো ৭৮ মিনিটে জসপিন হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়।
প্রথম সেমিফাইনালে সেশেলসকে হারিয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নেয় ফিলিস্তিন। শনিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফিলিস্তিন ও বুরুন্ডি।