শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ সিংগাইরে ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, যশোর জেলার কেশবপুর থানার বরেঙ্গা গ্রামের মৃত বেলায়েত সরদারের পুত্র মোসলেম সরদার (৫২) নুর ইসলাম (৪০), মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান গ্রামের আজিজ সরদারের পুত্র খবির সরদার (৪২), যশোর কোতয়ালী থানার কৃষ্ণবাটি গ্রামের আতিয়ারের পুত্র জাকির আলী (২৩), মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব পোয়ালী গ্রামের মৃত রব জমাদ্দারের পুত্র সোহেল জমাদ্দার (৩৫) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুরন্দপুর-সরদারপাড়া গ্রামের সুরুজ সরদারের পুত্র সেলিম (৩৬)।

সিংগাইর থানার ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা গত ৫ জানুয়ারি পানিশাইল গ্রামের নাসিরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়।

এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে মামলা করলে এসআই আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও এএসআই দিদার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সম্পাদানা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়