শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ সিংগাইরে ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, যশোর জেলার কেশবপুর থানার বরেঙ্গা গ্রামের মৃত বেলায়েত সরদারের পুত্র মোসলেম সরদার (৫২) নুর ইসলাম (৪০), মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান গ্রামের আজিজ সরদারের পুত্র খবির সরদার (৪২), যশোর কোতয়ালী থানার কৃষ্ণবাটি গ্রামের আতিয়ারের পুত্র জাকির আলী (২৩), মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব পোয়ালী গ্রামের মৃত রব জমাদ্দারের পুত্র সোহেল জমাদ্দার (৩৫) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুরন্দপুর-সরদারপাড়া গ্রামের সুরুজ সরদারের পুত্র সেলিম (৩৬)।

সিংগাইর থানার ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা গত ৫ জানুয়ারি পানিশাইল গ্রামের নাসিরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়।

এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে মামলা করলে এসআই আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও এএসআই দিদার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সম্পাদানা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়