শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ সিংগাইরে ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, যশোর জেলার কেশবপুর থানার বরেঙ্গা গ্রামের মৃত বেলায়েত সরদারের পুত্র মোসলেম সরদার (৫২) নুর ইসলাম (৪০), মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান গ্রামের আজিজ সরদারের পুত্র খবির সরদার (৪২), যশোর কোতয়ালী থানার কৃষ্ণবাটি গ্রামের আতিয়ারের পুত্র জাকির আলী (২৩), মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব পোয়ালী গ্রামের মৃত রব জমাদ্দারের পুত্র সোহেল জমাদ্দার (৩৫) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুরন্দপুর-সরদারপাড়া গ্রামের সুরুজ সরদারের পুত্র সেলিম (৩৬)।

সিংগাইর থানার ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা গত ৫ জানুয়ারি পানিশাইল গ্রামের নাসিরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়।

এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে মামলা করলে এসআই আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও এএসআই দিদার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সম্পাদানা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়