শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের দুই দফা বাঁধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ

মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট এলাকায় বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা ফের বাধার মুখে বন্ধ রয়েছে।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ত্রিপুরা বিএসএফ কর্তৃপক্ষ ইমিগ্রেশন ভবন নির্মাণে বাধা দেওয়ায় এ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। তারা বলছে, বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের যে নকশায় ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে তা করা যাবে না।

নকশা সংশোধন করে ভারতীয় বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তবেই ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ শুরু করতে হবে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডারের পর আখাউড়া স্থলবন্দর চেকপোষ্টে ইমিগ্রেশন ভবন নির্মাণের কাজ শুরু করে মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল কনষ্ট্রাকশন লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। তখন ইমিগ্রেশন ভবন এলাকায় নির্মাণ সামগ্রী রাখার শুরুতেই ২০১৭ সালের ১১ মার্চ ভারতের বর্ডার নিরাপত্তা বাহিনী বিজিবির মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্র জানায়, নির্মাণ কাজ বন্ধ থাকার পর পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে প্রায় তিন বছর পর ২০১৯ সালের সেপ্টেম্বরের শেষ দিকে ভবন নির্মাণের কাজ ফের শুরু করা হয়। ৬ কোটি ২৫লাখ টাকা ব্যয় ধরে নির্মাণ কাজ শুরু হওয়া ইমিগ্রেশন ভবনের পাইলিংয়ের কাজ চলছে।

এরই মধ্যে দ্বিতীয় দফায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় ভারতীয় বিএসএফ। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তাও ঠিক করে বলতে পারেনি কোনো সংস্থা। এতে আমরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কিন্তু আখাউড়া সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশনের পশ্চিম পাশে বিএসএফ কর্তৃপক্ষ বাংলাদেশ সীমানার গা ঘেঁষে বিএসএফ ক্যাম্পের স্থায়ী বিভিন্ন ভারী স্থাপনার কাজ চলছে। বিএসএফ বাংলাদেশ সীমানা ঘেঁষে প্রাচীর গড়ে তুলেছেন অনেক আগেই।

এদিকে ত্রিপুরা সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়ার পাশে সুপ্রশস্ত সড়ক নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোষ্ট। অপরদিকে আন্তর্জাতিক সীমানা লংঘন করে চেকপোস্ট বিএসএফ ক্যাম্পের উত্তর পাশে- ২০০০/২৩,৬ এস মেইন পিলার বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃপক্ষ।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) আবদুল হামিদ জানান, গত ২০১৬ সালে এই ভবন নির্মাণের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়।

মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ভবন নির্মাণের দায়িত্ব পান। কিন্তু বি এস এফ এর বাধায় বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। জরাজীর্ন ভবনে আন্তর্জাতিক ইমিগ্রেশন করতে হচ্ছে। তড়িৎ সমস্যা সমাধান করে আখাউড়া চেকপোস্টের নতুন ইমিগ্রেশন ভবনটির নির্মাণ কাজ দ্রত শেষ করার দাবী জানিয়েছে পাসপোর্টধারী যাত্রী সহ ভোক্ত ভোগীরা। সম্পাদনা : আলআমিন / জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়