মহসীন কবির: রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতপরিচয় (৫০) নামে এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চ্যানেল২৪ ও বাংলানিউজ
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তিনি মারা যান।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, রাতে মতিঝিল অবদা বিল্ডিংয়ের সামনে একটি বাস পেছন ওই ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তিনি মারা যান।