শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ১৭-১৮টি। এছাড়া তেমন কোনও আশঙ্কা তাদের রিপোর্টে নেই। এক্ষেত্রে সবাই সতর্ক অবস্থায় আছে। নির্বাচনের দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিছুটা বাড়ানো হবে।
ইসি সচিব বলেন, এখন তো ভালো পরিস্থিতি আছেই। তখন এর চেয়েও ভালো পরিস্থিতি তৈরি হবে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়