শিরোনাম
◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের ◈ বাংলাদেশের ডাকে সাড়া: ১৬ দেশ পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক ◈ এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ১৭-১৮টি। এছাড়া তেমন কোনও আশঙ্কা তাদের রিপোর্টে নেই। এক্ষেত্রে সবাই সতর্ক অবস্থায় আছে। নির্বাচনের দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিছুটা বাড়ানো হবে।
ইসি সচিব বলেন, এখন তো ভালো পরিস্থিতি আছেই। তখন এর চেয়েও ভালো পরিস্থিতি তৈরি হবে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়