শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ১৭-১৮টি। এছাড়া তেমন কোনও আশঙ্কা তাদের রিপোর্টে নেই। এক্ষেত্রে সবাই সতর্ক অবস্থায় আছে। নির্বাচনের দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিছুটা বাড়ানো হবে।
ইসি সচিব বলেন, এখন তো ভালো পরিস্থিতি আছেই। তখন এর চেয়েও ভালো পরিস্থিতি তৈরি হবে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়