শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ১৭-১৮টি। এছাড়া তেমন কোনও আশঙ্কা তাদের রিপোর্টে নেই। এক্ষেত্রে সবাই সতর্ক অবস্থায় আছে। নির্বাচনের দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিছুটা বাড়ানো হবে।
ইসি সচিব বলেন, এখন তো ভালো পরিস্থিতি আছেই। তখন এর চেয়েও ভালো পরিস্থিতি তৈরি হবে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়