শিরোনাম
◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য

বাংলা ট্রিবিউন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. আলমগীর বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ও নিরস্ত্র মিলিয়ে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ১৭-১৮টি। এছাড়া তেমন কোনও আশঙ্কা তাদের রিপোর্টে নেই। এক্ষেত্রে সবাই সতর্ক অবস্থায় আছে। নির্বাচনের দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিছুটা বাড়ানো হবে।
ইসি সচিব বলেন, এখন তো ভালো পরিস্থিতি আছেই। তখন এর চেয়েও ভালো পরিস্থিতি তৈরি হবে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়