কূটনৈতিক প্রতিবেদক : বুধবার ঢাকায় চীনের দূতাবাস কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে এ তথ্য জানিয়ে বলছে, ভাইরাসের সংক্রমণ পরিবর্তিত হচ্ছে এবং এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভাইরাসের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
চীনের গবেষকরা করোনা ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে বিজ্ঞানী ও স্বাস্থ্য সংশ্লিষ্ট গবেষকদের ডায়াগনস্টিক কিটগুলো বিকাশ করতে এবং ভাইরাল রোগজনিত স্টাডি করতে সহায়তা করবে।
বর্তমানে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেশটির উহান শহরেই বিদ্যমান রয়েছে। অন্যান্য কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে এর প্রাদুর্ভাব দেখা গেছে। করোনা ভাইরাস মানুষে মানুষে সংক্রমণ হচ্ছে। বেশ কয়েকজন চিকিৎসাকর্মীর মধ্যে এর সংক্রমণ ঘটেছে।
পুরো জিনোম সিকোয়েন্স থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অনুমান করা যায় যে, বন্যপ্রাণীগুলো এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস কোনো সুপার-স্প্রেডার বা অত্যন্ত সংক্রামক ভাইরাসবাহী কর্তৃক আবির্ভূত হয়নি।