স্পোর্টস ডেস্ক : মাঠে শুধু খেলা দিয়েই মন জয় করা যায় না। এরপরও কিছু আচরণ, প্রতিপক্ষকে সম্মান কিংবা পরিচ্ছন্ন খেলা দিয়েও অনেক কিছু জয় করা সম্ভব। শিরোপা জয়ের পর একটি দলের জন্য অনন্য পাওয়া হলো ফেয়ার প্লে পুরস্কার। যা দেয়া হয় কম ফাউল করা ও সুন্দর ফুটবল উপহার দেয়ার জন্য। বিশ্বব্যাপী সারা বছরজুড়ে সবচেয়ে পরিচ্ছন্ন ফুটবল উপহার দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। যেখানে খেলেন মোহাম্মদ সালাহ ও অ্যালিসন বেকারের মতো নামকরা তারকারা।
চ্যাম্পিয়ন্স লিগের পর ঘরোয়া ইপিএলের শিরোপা জয়ের পর চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সদ্য শেষ হওয়া বছরে প্রতি ম্যাচে গড়ে মাত্র ৮.১৪টি ফাউল করে সবার থেকে কম ফাউল করা ক্লাবের তালিকার শীর্ষে আছে তারা। ইংলিশ লীগের সবগুলো দলের ফাউলের গড় থেকেও যা প্রায় ২২ শতাংশ কম!
দ্বিতীয়স্থানে থাকা ডেনিশ ক্লাব শালকে ম্যাচপ্রতি ফাউল করে ৮.৮৯টি। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মাঠে সুন্দর ফুটবল উপহার দিলেও ফাউলের বেলায়ও তারা একটু বেশিই করে থাকে।
বিশ্বের ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার অবস্থান ৫৭তম। বার্সার থেকে আরও বাজে অবস্থা রিয়াল মাদ্রিদের। তাদের অবস্থান ১৬৯তম! অর্থাৎ বিশ্বব্যাপী ভদ্র ক্লাব হিসেবে স্বীকৃতি পেলো লিভারপুল।