নুরুল আলম, মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে একহাজার পিস ইয়াবাসহ আব্দুল মুনাফ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মুনাফ কক্সাজার জেলার টেকনাফের নয়াপাড়া এলাকার মৃত জাফর আহম্মদের পুত্র।
মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে উপজেলার হাদিফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুল মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । সম্পাদনা: রাকিবুল