শিরোনাম
◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর আমগ্রাম এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টার আসামি নাজিম বিশ্বাসকে (৩৮) আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ৮ এর সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বোয়ালমারী আমগ্রামের শুকুর মিয়ার ভাটার কাছ থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান জানান, আমগ্রাময় একটি ৪ বছর বয়সী শিশুকে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় নাজিম বিশ্বাস খাবারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি টিনের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি কান্না শুরু করলে নাজিম তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেলে নাজিম পালিয়ে যায়। এরপর শিশুটির পিতা স্থানীয় মাতুব্বরদের জানালে তারা কোন ব্যবস্থা নেননি।

ফলে আসামি নাজিম শিশুটির পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির পিতা বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ১০ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিক্তিতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে নাজিম বিশ্বাসকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম বিশ্বাস ভিকটিমকে ধর্ষণের চেষ্টা ও মারপিটের কথা স্বীকার করে।

এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে। আটক নাজিম বিশ্বাসকে থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়