শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর আমগ্রাম এলাকা থেকে শিশু ধর্ষণ চেষ্টার আসামি নাজিম বিশ্বাসকে (৩৮) আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ৮ এর সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বোয়ালমারী আমগ্রামের শুকুর মিয়ার ভাটার কাছ থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান জানান, আমগ্রাময় একটি ৪ বছর বয়সী শিশুকে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় নাজিম বিশ্বাস খাবারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি টিনের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি কান্না শুরু করলে নাজিম তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেলে নাজিম পালিয়ে যায়। এরপর শিশুটির পিতা স্থানীয় মাতুব্বরদের জানালে তারা কোন ব্যবস্থা নেননি।

ফলে আসামি নাজিম শিশুটির পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির পিতা বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ১০ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিক্তিতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে নাজিম বিশ্বাসকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম বিশ্বাস ভিকটিমকে ধর্ষণের চেষ্টা ও মারপিটের কথা স্বীকার করে।

এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে। আটক নাজিম বিশ্বাসকে থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়