রাশিদ রিয়াজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বললেন, 'আমরা কিছু সীমান্ত নিয়ে একসঙ্গে কাজ করছি। কাশ্মীর নিয়ে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আমাদের আলোচনা হয়েছে। যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই সাহায্য করব। আমরা খুব গুরুত্বের সঙ্গে বিষয়টির দিকে নজর রাখছি।'
তিনি নিজেই জানিয়েছেন, সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁরা একসঙ্গে কাজ করছেন। আর তাঁদের মধ্যে আলোচনা হয়েছে কাশ্মীর নিয়ে। সমস্যা সমাধানে তিনি মধ্যস্থতাতেও রাজি বলে ফের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
আগামী ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তার আগে ফের কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মাথা চাড়া দিয়ে উঠলেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক সামিটের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সেই বৈঠকের আগেই মঙ্গলবার ট্রাম্প এসব কথা বললেন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইমরানও কাশ্মীর ইস্যুতে ফের ট্রাম্পের সাহায্য চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, 'পাকিস্তানে আমাদের জন্য ভারত একটা বিরাট বিষয়। এবং অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে সমস্যা সমাধানে আমেরিকা একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না।' গত বছর জুলাইতে হোয়াইট হাউসে গিয়েও একই আর্জি জানিয়ে এসেছিলেন ইমরান। তবে কাশ্মীরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি। তবুও বিষয়টিতে বারবার নাক গলানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট এমনটাই মনে করছে ভারত।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, "আফগানিস্তানের মতোই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সৌভাগ্যক্রমে, আমরা একই অবস্থানে রয়েছি ... অবশ্যই ভারতে এটি একটি বড় ইস্যু। যখন অন্য কোনও দেশ এই সমস্যার সমাধান করতে পারছে না তখন আমরা আশা করি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমেরিকা নিজের ভূমিকা পালন করবে", বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।