শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবীতে রাজবাড়ীতে কর্মবিরতি পালন করছে সরকারী কর্মচারীরা

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী গত ২০শে জানুয়ারী থেকে কর্মবিরতি পালন করছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা।

এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ৯টায় কর্মচারীরা অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর বেলা ১১টা পর্যন্ত দুই ঘন্টা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দাবী সম্বলিত ব্যানার টানিয়ে প্লাস্টিকের চেয়ার পেতে অবস্থান শেষে কাজে যোগদান করে। কর্মসূচী চলাকালে বাকাসস-এর রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, সভাপতি মোঃ মকবুল হোসেন খান, সহ-সভাপতি কুদরতে মওলা পান্না, গোলাম পাঞ্জাতন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা চৌধুরী, পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য সালমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। তারা তাদের দাবীর যৌক্তিকতা তুলে ধরে অনতিবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, বাকাসস-এর পূর্ব ঘোষণা অনুযায়ী সকল বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে কর্মরত ১৩-১৬ নং গ্রেডের কর্মচারীরা পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবীতে এই কর্মসূচী পালন করছে। তাদের দাবী, ১৩তম গ্রেডের স্টেনোগ্রাফার, অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারী হিসাবরক্ষক ও উচ্চমান সহকারীদের ১০ম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী ও সমপদধারীদের ১১তম গ্রেডের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ বুধবারও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করবেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়