মশিউর অর্ণব: এছাড়াও আরও দুটি ফৌজদারি মামলা করা হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিখ্যাত উর্দু কবি মুনওয়ার রানার দুই মেয়ে সৌমিয়া ও ফৌজিয়া। পাশাপাশি, অজ্ঞাত পরিচয়ের কয়েকজনের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে লখনউ পুলিশ। এনডিটিভি
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগের আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে শুক্রবার থেকেই লখনউ এর বিখ্যাত ঘণ্টাঘর এলাকায় অনির্দিষ্টকালের জন্য টানা অবস্থান ধর্মঘটে বসেছেন নারীরা। ধর্মঘট থেকে বিক্ষোভকারীদের হটাতে শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছিলো লখনউ পুলিশ। শনিবার রাতে বিক্ষোভকারীদের লেপ কম্বল টেনে নিলেও তাদেরকে উচ্ছেদ করা যায়নি। মঙ্গলবার তাদের বিরুদ্ধেই দাঙ্গার অভিযোগ আনলো পুলিশ।
লখনউ পুলিশের একজন কর্মকর্তা জানান, মোট তিনটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে নারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে। দাঙ্গা বাধানোর অভিযোগের পাশাপাশি বেআইনি জমায়েত ও উস্কানির অভিযোগেও মামলা করেছে পুলিশ। উর্দু কবি মুনওয়ার রানার দুই মেয়ে ছাড়াও অজ্ঞাত পরিচয়ের শতাধিক বিক্ষোভকারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগ তুলে মামলা করা হয়েছে।