শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা সুদে দেশের কৃষকদের ঋণ দিচ্ছে রূপালী ব্যাংক

রাজু আলাউদ্দিন: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের কৃষি ও কৃষকের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। এই উদ্যোগের আওতায় কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ শুরু করেছে ব্যাংকটি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রকল্প থেকে রূপালী ব্যাংক আর্থিকভাবে লাভবান না হলেও দেশের অর্থনীতির জন্য বিপুল সুফল নিশ্চিত করতে সক্ষম হবে।

কৃষকদের সঙ্গে সঙ্গে শক্ত ভিতের ওপর দাঁড়াবে বাংলাদেশের গ্রামীণ কৃষি অর্থনীতি। আর দেশের অর্থনীতি এখনো কৃষিনির্ভর হওয়ায় এই উদ্যোগ জিডিপি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ‘মুজিববর্ষের স্পর্শে স্পন্দিত রূপালী ব্যাংক’ ১ জানুয়ারি থেকে প্রান্তিক পর্যায়ে টমেটো চাষিদের মধ্যে ‘জিরো কুপন লেন্ডিং’ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। পাইলট প্রকল্প হিসেবে নাটোরের ৫০০ টমেটো চাষিকে ৫০ হাজার টাকা করে ঋণ বিতরণ করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০ অর্থবছরের কৃষিঋণ নীতিমালা অনুযায়ী এই পরিমাণ ঋণ দিয়ে কৃষক ১ দশমিক ২৯ একর জমিতে টমেটো চাষ করতে পারবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বঞ্চিত কৃষককে উৎসাহ দিতেই বিনা সুদে ঋণ দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। প্রাথমিক প্রকল্প হিসেবে টমেটো চাষিদের ঋণ বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে সারা দেশের সব শাখার মাধ্যমে বিভিন্ন কৃষিপণ্যের চাষিদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা হবে। আদা, হলুদ, পেঁয়াজ ও আম চাষে বিনা সুদে ঋণ বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়