শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লারা-বেইলিদের পাশে নিজের নাম বসালেন মহারাজ

স্পোর্টস ডেস্ক : গতকাল পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস হার এড়াতে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। যদিও দলকে ইনিংস হার থেকে রক্ষা করতে পারেননি। তবে ব্যাট হাতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন প্রোটিয়া এই স্পিনার।

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান নেয়ার রেকর্ডে ব্রায়ান লারা এবং জর্জ বেইলির পাশে নাম লিখিয়েছেন মহারাজ। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের একটি ওভারে পরপর তিন বলে চার হাঁকান মহারাজ। এর পরের দুই বলে দুই ছক্কা মারেন তিনি। শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

যদিও বলটি গ্লাভসে জমা করতে ব্যর্থ হন ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। ফলে বাই থেকে আরো ৪ রান যোগ হয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহে। ওভারটি থেকে ২৮ রান আসে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা এবং মহারাজের নাম উঠে যায় রেকর্ড বইয়ে।

যদিও লারা-বেইলিরা অপরপ্রান্তের কোনো ব্যাটসম্যান বা বাই রান ছাড়াই ২৮ রান নিয়েছিলেন। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে চারটি চার ও দুই ছক্কায় ২৮ নিয়েছিলেন লারা।

এরপর ২০১৩-১৪ অ্যাশেজের পার্থ টেস্টে লারার পাশে নাম লেখান বেইলি। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ওভারে তিনটি ছক্কা এবং দুটি চার মেরেছিলেন এই অজি ব্যাটসম্যান। বাকি এক বলে এসেছিল দুই রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়