শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লারা-বেইলিদের পাশে নিজের নাম বসালেন মহারাজ

স্পোর্টস ডেস্ক : গতকাল পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস হার এড়াতে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। যদিও দলকে ইনিংস হার থেকে রক্ষা করতে পারেননি। তবে ব্যাট হাতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন প্রোটিয়া এই স্পিনার।

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান নেয়ার রেকর্ডে ব্রায়ান লারা এবং জর্জ বেইলির পাশে নাম লিখিয়েছেন মহারাজ। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের একটি ওভারে পরপর তিন বলে চার হাঁকান মহারাজ। এর পরের দুই বলে দুই ছক্কা মারেন তিনি। শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

যদিও বলটি গ্লাভসে জমা করতে ব্যর্থ হন ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। ফলে বাই থেকে আরো ৪ রান যোগ হয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহে। ওভারটি থেকে ২৮ রান আসে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা এবং মহারাজের নাম উঠে যায় রেকর্ড বইয়ে।

যদিও লারা-বেইলিরা অপরপ্রান্তের কোনো ব্যাটসম্যান বা বাই রান ছাড়াই ২৮ রান নিয়েছিলেন। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে চারটি চার ও দুই ছক্কায় ২৮ নিয়েছিলেন লারা।

এরপর ২০১৩-১৪ অ্যাশেজের পার্থ টেস্টে লারার পাশে নাম লেখান বেইলি। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ওভারে তিনটি ছক্কা এবং দুটি চার মেরেছিলেন এই অজি ব্যাটসম্যান। বাকি এক বলে এসেছিল দুই রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়