শিরোনাম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম ঘাঁটিতে ড্রোন হামলা ঠেকিয়ে দিল রাশিয়া

ইয়াসিন আরাফাত : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এসব ড্রোন জঙ্গি গোষ্ঠীগুলো পাঠিয়েছিলো।

ড্রোনের হামলা ঠেকিয়ে দেয়া সম্ভব হওয়ায় হেমেইমিম ঘাঁটির কোনো ক্ষতি হয়নি। সিরিয়ায় অবস্থিত তারতুস নৌ ঘাঁটি এবং হেমেইমিম বিমান ঘাঁটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সিয়িরার সরকারের আমন্ত্রণে সেদেশে জঙ্গি বিরোধী অভিযান তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

 

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব।

 

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে আমেরিকা ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা শুরু করে। কয়েক বছরের ব্যাপক সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করতে সক্ষম হয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়