শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন প্রক্রিয়া যথাযথ না হলেও অংশগ্রহণ করুন : রবার্ট মিলার

সাইদ রিপন : ঢাকা সিটি নির্বাচনে অংশ নিতে ভোটারদের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সোমবার (২০জানুয়ারী) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সংবাদিকদের এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আপনারা ভোটে অংশগ্রহন করুন। হয়ত কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ ভাবে কাজ করে না। এটি গোলযোগ পূর্ন এবং অগোছালোও হয়ে থাকে। তবে এটি খুবই গুরুত্বপূর্ন প্রক্রিয়া।

বৈঠক শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান আর্ল আর মিলার বলেন, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে চেয়েছি। এ বিষয়ে (ইভিএম নিয়ে) বেশ কিছু’ শিখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে নির্বাচন শান্তিপূর্ন, উৎসব মূখর পরিবেশে, অবাধ এবং গ্রহনযোগ্য হচ্ছে। আমরা আশা করি যে এটি অংশগ্রহনমূলক হবে। যারা এ নির্বাচনে অংশগ্রহন করতে চায়, যারা ভোটে অংশ গ্রহন করতে চায় বা যারা প্রার্থী, তাদেরকে সে অনুযায়ি অংশগ্রহন করতে দেয়া হবে বলে আশা করি।

ইভিএম নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, এখানকার কর্মকর্তারা আমাকে ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহন নিয়ে ব্যাখ্যা করেছে। এটি তারা ভোটারদের কাছেও ব্যাখ্যা করেছে। কিন্তু গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ভোটারদেও ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে হবে, তারা যে প্রার্থীকেই ভোট দেয় না কেন। আপনারা যানেন যে বাংলাদেশে ভোট প্রদানের হার প্রায়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। যা প্রশংসা করার মত।

আর্ল আর মিলার বলেন, এটি বেশ আশাব্যাঞ্জক যে রাজনৈতিক দলের পক্ষগুলো তারা একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে যেই জয় পাক না কেন, তিনিই পরবর্তি ঢাকার নেতা হবে। ঢাকার অধিবাসি হিসেবে এটি বেশ আশাব্যঞ্জক যা আমি নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষন করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনে করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়