শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেয়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মমিনুল ইসলাম : রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। বাবা- মায়ের একমাত্র সন্তান আপন মিয়া (১০) নিজ ঘরের আড়ের সঙ্গে রশিতে ঝুলে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে তার পরিবার ও স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।

আপন মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নেরগোরকমন্ডল গ্রামের আইনুল ইসলামের ছেলে। সে একই উপজেলার গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ও গোরকমন্ডল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহত আপনের পরিবারের বরাত দিয়ে জানান, এক সপ্তাহ আগে মোবাইল কেনার বায়না করে আপন। কিন্তু সে শিশু হওয়ায় এবং তার অটোচালক বাবার মোবাইল কিনে দেয়ার সামথ্য না থাকায় তার বাবা কয়েকদিন পরে মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু মোবাইল কিনে দিতে বিলম্ব হতে থাকায় অভিমান করে রবিবার সন্ধ্যায় সে নিজ ঘরের আড়ে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আপন ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তার মা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়েছেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার হয়েছে বলে জানান ওসি। সম্পাদনা : টি এম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়