শিরোনাম
◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ১৩০ জনের মনোনয়ন প্রত্যাহার ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার ◈ প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন সোমবার ◈ লু’র সফরে আগ্রহ নেই বিএনপির, বৈঠকও হবে না ◈ ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিতর্কিত প্রতিবেদন ◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বিপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাজশাহী রয়্যালসের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। প্রতিবারের মতো এবারের আসরও এক ঝাঁক বিদেশি তারকা বিপিএল মাতিয়েছিলো। আসর শেষ করে যে যার মতো বাংলাদেশ ছেড়ে গেছেন ক্রিকেটাররা। তার আগে এবারের বিপিএল নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন তারা।

গত আসরের মত এবারের বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। তবে শিরোপা জিততে পারেননি। ফাইনালে উঠে শিরোপার না জিতার আক্ষেপ থাকলেও বাংলাদেশের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তার মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রুশো লিখেছেন, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগাররা জিততে পারিনি তবে দুর্দান্ত কিছু প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ব্যাপার ছিলো। আবারো মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’

এবারের আসরে রাজশাহীর হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করে নিজ দল রাজশাহী রয়্যালসের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।

নাওয়াজ লিখেছেন, ‘বাংলাদেশে কাটানো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে পারায় বেশ ভালো লাগছে। আমি রাজশাহী রয়্যালসকে তাদের অবিশ্বাস্য সমর্থন এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

উচ্ছ্বাস প্রকাশ করেছেন নওয়াজের সতীর্থ্য মোহাম্মদ ইরফানও। তিনি লিখেছেন, ‘কানাডার পর এবার বিপিএল। টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা দুর্দান্ত অভিজ্ঞতা ছিলো এবং বাংলাদেশের দর্শকেরাও অসাধারণ ছিলেন। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’

নাওয়ার-ইরফানদের মতো বিপিএল জয়ের আনন্দ ছুঁয়ে গেছে রাজশাহীর আরেক বিদেশি ক্রিকেটার রবি বোপারাকেও। বিপিএল কাপ হাতে শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন বোপারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়